Home /News /entertainment /
Ena Saha: ভিজে শরীরে রঙের ছোঁয়া ! হোলিতে এনা সাহার নাচ, ঝড়ের গতিতে ভাইরাল

Ena Saha: ভিজে শরীরে রঙের ছোঁয়া ! হোলিতে এনা সাহার নাচ, ঝড়ের গতিতে ভাইরাল

Ena Saha

Ena Saha

Viral video: এনা শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। নুসরত, মিমি, যশের মতো অভিনেতারা তাঁর প্রযোজিত ছবিতে কাজ করেছেন।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: হোলি বা দোল মানেই বাঙালি হোক বা দেশবাসী সকলেই মেতে ওঠেন আন্দে। রঙের খেলায় মাততে কে না চায়। একে অপরকে রঙ মাখিয়ে , ভালোবাসা বিনিময়ের মতো আনন্দ আর কিছুতেই নেই। আর এই হোলি খেলায় টলি থেকে বলির সেলেবরাও অংশ নেন। বলিউডের পতৌদি পরিবার হোক বা বচ্চন পরিবার, রঙ খেলা হবেই। আর হোলির একের পর এক গান এই সময় আবার জনপ্রিয় হয়। এই যেমন 'রঙ বরষে ভিগে চুনর-ওয়ালি' আজও জনপ্রিয়। বলিউডের শিল্পা শেট্টি, নেহা ধুপিয়া থেকে শুরু করে শাহিদ কাপুর, মীরা কাপুর, তৈমুর-ইনায়া সকলেই এবছর রঙের খেলায় মেতেছেন।

তবে আমাদের টলিউডও কিছু কম যায় না। টলি পাড়াতেও দেখা গেল রঙের উৎসব। সদ্য বিবাহিত ওম-মিমি, গৌরব-দেবলীনা, প্রমিতা-রুদ্রজিৎ সহ আরও অনেকে মেতেছেন এই উৎসবে। যদিও এবছর বলা হয়েছিল, যতটা সম্ভব রঙ খেলা এড়িয়ে চলুন। অথবা খেলতে হলে পরিবারের সঙ্গে খেলুন। তাই সকলকেই দেখা গেল পরিবারের সঙ্গেই এই খেলায় মাততে। বাইরের বন্ধু বান্ধবকে খুব একটা দেখা যায়নি। এই লিস্টে আছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এনা সাহাও।

View this post on Instagram

A post shared by Ena Saha (@ena1996gemini)

এনা শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। নুসরত, মিমি, যশের মতো অভিনেতারা তাঁর প্রযোজিত ছবিতে কাজ করেছেন। তিনি এখন নতুন স্টার। তবে এনা খুব মিষ্টি স্বভাবের। সব সময় হই-চই করে জীবন কাটাতে তিনি ভালোবাসেন। হোলিতেও দারুণ মজা করলেন তিনি। বোন ও বন্ধুদের নিয়ে ভিজে একাকার এনা নাচে মগ্ন হয়ে গেলেন। এই ভিডিও ইনস্টাতে শেয়ার হতেই ভাইরাল হয়। বহু মানুষ এই ভিডিও দেখেছেন।

Published by:Piya Banerjee
First published:

Tags: Ena Saha, Holi 2021, Tollywood, Viral Video