Debojyoti Mishra: যতটুকু নিজের কাজ, তাতেই আমি খুশি... অন্যের আঁকা ছবি নিজের বলে দাবি? মুখ খুললেন বিতর্কে বিদ্ধ সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র

Last Updated:

Debojyoti Mishra: বিভিন্ন পোস্টে নেটিজেনদের বক্তব্য, ওই ছবি ইতালীয় চিত্রকর জিওভান্নি বলদিনির। শুরু হল ট্রোলিং, কটাক্ষ, সমালোচনা। পরে পোস্টটি মুছে দিয়েছেন সঙ্গীতশিল্পী।

যতটুকু আমার কাজ, তাতেই আমি খুশি... ছবি চুরির অভিযোগে মুখ খুললেন সুরকার দেবজ্যোতি
যতটুকু আমার কাজ, তাতেই আমি খুশি... ছবি চুরির অভিযোগে মুখ খুললেন সুরকার দেবজ্যোতি
কলকাতা: বুধবার রাত থেকে বিতর্কে জর্জরিত প্রখ্যাত সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র। সঙ্গীতশিল্পীর ফেসবুক পোস্ট নিয়ে চর্চা তুঙ্গে। একটি আন্তর্জাতিক ছবিকে নিজের আঁকা বলে দাবি করার অভিযোগ উঠল দেবজ্যোতির বিরুদ্ধে। নিউজ18 বাংলার সঙ্গে কথা বললেন সঙ্গীতশিল্পী। জানা গেল, আদপে কী ঘটেছিল সেদিন।
দেবজ্যোতির পোস্ট করা সেই ছবি দেবজ্যোতির পোস্ট করা সেই ছবি
গতকাল, বুধবার রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন দেবজ্যোতি। ক্যাপশনে লেখা, ‘জল রং আর ওয়াশে সবুজ এঁকে ফেলা যায়…ফেললামও। তার পর! সবুজ বনবীথিকা রক্ষার জন্য কী করছি আমরা!!’ ছবিতে দেখা যাচ্ছে, জল-রং করা গাছগাছালির ছবি। সবুজ অরণ্যের মনোমুগ্ধকর ছবি পোস্ট করতেই পারদ চড়ল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
বিভিন্ন পোস্টে নেটিজেনদের বক্তব্য, ওই ছবি ইতালীয় চিত্রকর জিওভান্নি বলদিনির। শুরু হল ট্রোলিং, কটাক্ষ, সমালোচনা। পরে পোস্টটি মুছে দিয়েছেন সঙ্গীতশিল্পী।
নিউজ18 বাংলার তরফে যোগাযোগ করা হলে দেবজ্যোতি বলেন, ‘‘আমার সোশ্যাল মিডিয়ার দায়িত্ব রয়েছে অন্য একজনের উপর। তাঁকে নিজের আঁকা একটি ছবি এবং লেখা দিয়ে বলেছিলাম পোস্ট করতে। আর সেখানেই ভুলটা হয়ে গিয়েছে। কিন্তু আমি তাঁকে দোষ দেব না। আমার দায়িত্ব ছিল সেটা দেখে নেওয়ার। তিনি যে ভুল ছবি দিয়ে বসবেন, তা আমি বুঝিনি। আর সে কারণে আমি ক্ষমাপ্রার্থী। ফেসবুকে সমস্ত তথ্য দিয়ে নতুন পোস্ট করেছি। তাতে সব লিখেছি।’’
advertisement
দেবজ্যোতি জানালেন, আজ পর্যন্ত তিনি যা কাজ করেছেন, তাতে কৃতজ্ঞতা স্বীকার করতে পিছপা হননি কখনও। নিজের একাধিক বইতে কৃতজ্ঞতা স্বীকারের স্থানে নামের দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি নিজে যতটুকু আঁকতে পারি, যতটুকু লিখতে পারি, যতটুকু সুর দিতে পারি, ততটুকুই আমার। আর সেইটুকুর জন্যই যদি আমায় কেউ প্রশংসা করে, তাতেই আমি খুশি। নিজের নতুন কাজের মানুষের কাছে পৌঁছে দিতে, প্রশংসা পেতে কার না ভাল লাগে, কিন্তু তার জন্য আমি এত বেপরোয়া নই যে একজন ইউরোপীয় শিল্পীর ছবি নিয়ে নিজের বলে চালাব। আমি সত্যিই দেখিনি।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Debojyoti Mishra: যতটুকু নিজের কাজ, তাতেই আমি খুশি... অন্যের আঁকা ছবি নিজের বলে দাবি? মুখ খুললেন বিতর্কে বিদ্ধ সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement