Elvish Yadav: 'এলভিশের প্রচুর ইগো', জানালেন মণীষা রানি, অভিযোগ শুনে হেসে উড়িয়ে দিলেন ইউটিউবার

Last Updated:

Elvish Yadav: তাঁর ভ্লগের জবাবে ইউটিউবে একটি ভিডিও করে মণীষাকে নিয়ে ঠাট্টা করে তিনি বলেন, অন্যদের জীবনের জটিলতা বোঝার ক্ষমতা নেই মণীষার।

'এলভিশের প্রচুর ইগো', জানালেন মণীষা রানি,  অভিযোগ শুনে হেসে উড়িয়ে দিলেন ইউটিউবার
'এলভিশের প্রচুর ইগো', জানালেন মণীষা রানি, অভিযোগ শুনে হেসে উড়িয়ে দিলেন ইউটিউবার
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এলভিশ যাদবকে আনফলো করেছেন মণীষা রানি। এবার সেই কারণটা খোলসা করে জানালেন তিনি। ‘বিগ বস ওটিটি ২’ তারকা মণীষা জানিয়েছেন যে, তাঁদের কোল্যাবোরেটিভ ভিডিও-য় মণীষার ছবি দিতে অস্বীকার করেছিলেন এলভিশ। যার জেরেই তাঁকে আনফলো করেন মণীষা। তবে মণীষার এহেন অভিযোগ রীতিমতো হেসে উড়িয়ে দিয়েছেন এলভিশ। তাঁর ভ্লগের জবাবে ইউটিউবে একটি ভিডিও করে মণীষাকে নিয়ে ঠাট্টা করে তিনি বলেন, অন্যদের জীবনের জটিলতা বোঝার ক্ষমতা নেই মণীষার।
এলভিশ নিজের সাম্প্রতিক ভ্লগে জানিয়েছেন যে, তাঁদের কোল্যাবোরেশনের কভার পিকচার বদলানোর জন্য বারংবার অনুরোধ জানাচ্ছিলেন মণীষা। অথচ এদিকে এলভিশ নিজে আইনি বিষয়ে ফেঁসে রয়েছেন। এরপর এলভিশ ব্যাখ্যা করে জানান যে, তিনি ওই কভার পিকচার পরিবর্তন করতে পারবেন না, কারণ তাতে ভিডিও-র সাফল্য এবং নান্দনিকতার উপর প্রভাব পড়তে পারে।
advertisement
advertisement
এর পাশাপাশি এলভিশ এ-ও জানান, মণীষাকে তিনি পরামর্শ দিয়েছিলেন যে, তাঁদের পরবর্তী যৌথ প্রজেক্টের জন্য নিজের ছবিটি ব্যবহার করতে পারেন তিনি। মণীষার ‘আত্মসম্মান’ সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে এলভিশ বলেন, “বাচ্চাদের মতো কাণ্ডকারখানা বন্ধ করো। কেউ কোনও জটিল বিষয়ে ফেঁসে রয়েছেন, অথচ উনি নিজের সোশ্যাল মিডিয়ার কভার ছবি নিয়ে পড়ে রয়েছেন। আমার দিক থেকে বন্ধুত্ব সব সময় থাকবে। আর ‘এলভিশা’-র কথা কী-ই বা বলি! ওটা তো আমার দিক থেকে কখনও ছিলই না।”
advertisement
প্রসঙ্গত, ‘বিগ বস ওটিটি ২’-এর ঘরে আলাপ হয়েছিল মণীষা রানি এবং এলভিশ যাদবের। ওই শোয়ে তাঁদের দু’জনের বন্ধুত্ব সকলেই উপভোগ করেছেন। বিগ বসের পরে মণীষা যোগ দিয়েছিলেন ‘ঝলক দিখলা জা ১১’-য়। সেখানে বিজয়ীও হন তিনি। সেই জয়ের পরে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন অভিষেক মালহান ওরফে ফুকরা ইনসান। অথচ এলভিশের দিক থেকে কোনও রকম সাড়া মেলেনি। অন্যদিকে, এলভিশ যাদব এই সময়ে চরম বিপাকে পড়েছিলেন। নিজের মিউজিক ভিডিও-য় নিষিদ্ধ সাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে এলভিশের বিরুদ্ধে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Elvish Yadav: 'এলভিশের প্রচুর ইগো', জানালেন মণীষা রানি, অভিযোগ শুনে হেসে উড়িয়ে দিলেন ইউটিউবার
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement