ঘর বাঁধতে চলেছেন একতা কাপুর? সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে গুঞ্জন নেটদুনিয়ায়

Last Updated:

কে এই মিস্ট্রি ম্যান? বলা বাহুল্য পোস্টটি দেখে উত্তেজিত তাঁর বন্ধু থেকে ফ্যান সকলেই৷

#মুম্বই: তবে কি বিয়ে করছেন একতা কাপুর? এই প্রশ্নই এখন ঘুরছে বি-টাউনে৷ সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে একতাকে। কে এই মিস্ট্রি ম্যান? বলা বাহুল্য পোস্টটি দেখে উত্তেজিত তাঁর বন্ধু থেকে ফ্যান সকলেই৷
একতা যে ব্যক্তির সাথে ছবি শেয়ার করেছেন তিনি হলেন মুম্বইয়ের এক বিখ্যাত বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা তথা পরিচালক তনভীর বুকওয়ালা । ছবির ক্যাপশনে লেখেন , “N we r there ! Will tell all soon!!!!”  মানে, 'আমরা আসছি ! সব কিছু জানাবো খুব শীঘ্রই।" না, গল্প এখানেই শেষ নয়, ছবিতে তনভীরের কমেন্ট নজর কেড়েছে সকলের৷ তিনি বলেন, "ইয়ে দোস্তি কো রিশতদারি মে বদল নে কা ওয়াক্ত আ চুকা হ্যায়।" অর্থাৎ “এই বন্ধুত্বকে এবার আত্মীয়তার বন্ধনে বাঁধার সময় এসে গিয়েছে।” এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে যায় ৷ তবে কি বলিউডে আবারও বিয়ের সানাই বাজতে চলেছে? সেই উত্তরের আশায় এখন প্রত্যেকেই৷ লাইক ও কমেন্টে উপচে পড়ছে পোস্টটি৷ কেউ কেউ জানান তাঁরা শুভদিন ঘোষণার অপেক্ষায় আছেন৷
advertisement
View this post on Instagram

A post shared by Erkrek (@ektarkapoor)

advertisement
advertisement
একটি বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা এবং পরিচালক তানভীর এর আগে একতার প্রডাকশন হাউজেও কাজ করেছেন।  একতার সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তানভীর, যা প্রেমের আভাস দেয় বইকি!
প্রসঙ্গত, টিভি প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতা একতা কাপুর সারোগেসির মাধ্যমে মা হয়েছেন বছর দুয়েক আগে৷ জিতেন্দ্র কন্যা একতা তাঁর বিয়ে নিয়ে নিশ্চিত ছিলেন না বলেই ডিম্বানু সংরক্ষণ করে মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন তিনি৷ গত ২৭ জানুয়ারী ২০১৯ এ তাঁর পুত্র রবি কাপুর জন্ম নেয় ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘর বাঁধতে চলেছেন একতা কাপুর? সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে গুঞ্জন নেটদুনিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement