#মুম্বই: তবে কি বিয়ে করছেন একতা কাপুর? এই প্রশ্নই এখন ঘুরছে বি-টাউনে৷ সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে একতাকে। কে এই মিস্ট্রি ম্যান? বলা বাহুল্য পোস্টটি দেখে উত্তেজিত তাঁর বন্ধু থেকে ফ্যান সকলেই৷
একতা যে ব্যক্তির সাথে ছবি শেয়ার করেছেন তিনি হলেন মুম্বইয়ের এক বিখ্যাত বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা তথা পরিচালক তনভীর বুকওয়ালা । ছবির ক্যাপশনে লেখেন , “N we r there ! Will tell all soon!!!!” মানে, 'আমরা আসছি ! সব কিছু জানাবো খুব শীঘ্রই।" না, গল্প এখানেই শেষ নয়, ছবিতে তনভীরের কমেন্ট নজর কেড়েছে সকলের৷ তিনি বলেন, "ইয়ে দোস্তি কো রিশতদারি মে বদল নে কা ওয়াক্ত আ চুকা হ্যায়।" অর্থাৎ “এই বন্ধুত্বকে এবার আত্মীয়তার বন্ধনে বাঁধার সময় এসে গিয়েছে।” এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে যায় ৷ তবে কি বলিউডে আবারও বিয়ের সানাই বাজতে চলেছে? সেই উত্তরের আশায় এখন প্রত্যেকেই৷ লাইক ও কমেন্টে উপচে পড়ছে পোস্টটি৷ কেউ কেউ জানান তাঁরা শুভদিন ঘোষণার অপেক্ষায় আছেন৷
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ekta Kapoor