Sujan Dasgupta Demise: উপুড় হয়ে পড়ে দেহ, ভাঙতে হল ফ্ল্যাটের দরজা, 'একেন' লেখকের রহস্যমৃত্যু
- Reported by:SUSOBHAN BHATTACHARYA
- Published by:Sanchari Kar
Last Updated:
Sujan Dasgupta Demise: সুজনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র একেনবাবু। সাম্প্রতিক কালে ওটিটি এবং ছবির সুবাদে আরও জনপ্রিয়তা পেয়েছে চরিত্রটি।
কলকাতা: প্রয়াত লেখক সুজন দাশগুপ্ত। বুধবার সকালে লেখকের ফ্ল্যাটেই তাঁর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কয়েক ঘণ্টা আগে। কী ভাবে তাঁর মৃত্যু হয়, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
প্রসঙ্গত সুজনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র একেনবাবু। সাম্প্রতিক কালে ওটিটি এবং ছবির সুবাদে আরও জনপ্রিয়তা পেয়েছে চরিত্রটি। জানা যায়, ১৯৬৭ সালে কলকাতা থেকে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন সুজন। সেখানে বসেই নিজের ভাবনা এবং কলমের জোরে একেনবাবুকে সৃষ্টি করেন তিনি।
জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৭৮-এর সুজন। ঘটনাটি যখন ঘটে, তাঁর বাড়িতে তখন কেউ ছিল না। সুজনের স্ত্রী শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলেন। তাঁর মেয়ে থাকেন আমেরিকায়। প্রতিদিনের মতো বুধবার সকালেও তাঁর পরিচারিকা আসেন সময় মতো। লেখক দীর্ঘ সময় ধরে দরজা না খোলায় তাঁর বাইপাসের ধারের আবাসনের নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন সেই মহিলা। কিন্তু তাঁরাও দরজা খুলতে ব্যর্থ হন। এর পরেই সুজনের শ্যালক ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন।
advertisement
advertisement
শেষমেশ সকাল ১০টা নাগাদ দরজা ভেঙে লেখকের ফ্ল্যাটে ঢুকে লেখকের দেহ উদ্ধার করা হয়। নিজের শোওয়ার ঘরের ওয়াশরুমের সামনে মেঝেতে পড়ে থাকতে দেখা যায় প্রয়াত লেখককে। পুলিশ সূত্রে খবর, তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে তা পোস্টমর্টেমে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতেও সুজনের সঙ্গে তাঁর স্ত্রীর কথা হয়। দুঃসংবাদটি পাওয়া মাত্র কলকাতায় আসছে লেখকের পরিবার। সুগার ও প্রেসারের সমস্যায় ভুগছিলেন লেখক। আপাতত তাঁর মৃত্যুর নেপথ্যে অস্বাভাবিক কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
'একেনবাবু'র পাশাপাশি একাধিক বই লিখেছেন সুজন। সেগুলির মধ্যে 'ম্যানহ্যাটনে মুনস্টোন', 'ঢাকা রহস্য উন্মোচিত', 'খুনের আগে খুন' অন্যতম।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2023 1:30 PM IST







