রয়েছে যথেষ্ট কারণ, এই সপ্তাহ বিগ বস হাউজ ছাড়তে পারেন ইজাজ খান!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বিগ বস ১৪ (Bigg Boss 14)-র অন্যতম শক্তিশালী প্রতিযোগী ইজাজ খান (Eijaz Khan)। শুরু থেকে তাঁকে সে ভাবে খেলেতে দেখা না গেলেও শুরুর কয়েক সপ্তাহ পর থেকে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বর্তমানে তিনি জুটি বেঁধেছেন অ্যালি ও রাহুলের সঙ্গে।
#মুম্বই: বিগ বস ১৪ (Bigg Boss 14)-র অন্যতম শক্তিশালী প্রতিযোগী ইজাজ খান (Eijaz Khan)। শুরু থেকে তাঁকে সে ভাবে খেলেতে দেখা না গেলেও শুরুর কয়েক সপ্তাহ পর থেকে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বর্তমানে তিনি জুটি বেঁধেছেন অ্যালি ও রাহুলের সঙ্গে। এদিকে রুবিনা (Rubina Dilaik)-র সঙ্গে ঝামেলা শিরোনামে উঠে আসছে রোজ। এই ইজাজ এবার বিগ বস হাউজ থেকে বের হতে চলেছেন বলে জানা যাচ্ছে।
অসমর্থিত সূত্রে খবর, ইজাজকেই আসছে সপ্তাহে নমিনেট করতে চলেছে বিগ বসের প্রতিনিধিরা। নমিনেশনের তালিকায় নাম থাকতে পারে রাহুল (Rahul Vaidya), নিক্কি তামবোলি (Nikki Tamboli), সোনালি ফোগট (Sonali Phogat)-এরও। তবে, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইজাজেরই।
বিগ বসে নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে খেলার পাশাপাশি ইজাজ ও পবিত্রা পুনিয়া (Pavitra Punia)-র সম্পর্কও চর্চিত হয়। সানি লিওনের (Sunny Leone) বিগ বসের আসার দিন ইজাজ সকলের সামনে পবিত্রাকে নিয়ে নিজের মনের কথা জানান। তাঁর উচ্চ হৃদ-স্পন্দন নিয়ে সানি লিওন প্রশ্ন করলে তিনি জানান, তাঁর হৃদয়ের প্রতিটা স্পন্দনে পবিত্রা রয়েছে, যা-ই পরিস্থিতি ঘটুক, তিনি তাঁর জন্য প্রস্তুত।
advertisement
advertisement
এর পরই পবিত্রাকে ভিডিও বার্তা পাঠাতে দেখা যায়। ইজাজ বলেন, তোমাকে মিস করছি। মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি আমি। এই ঘটনার পর থেকে পবিত্রা আর ইজাজের সম্পর্ক নিয়ে বিগ বস হাউজে প্রচুর চর্চা চলে।
এদিকে, ইজাজকে বুদ্ধি খাটিয়ে সঙ্গে খেলতে দেখা যায় গোটা সিজনে। তাঁর সঙ্গে বেশ কয়েকজনের ভালো বন্ধুত্বও হয়। আবার ঝামেলাও হয়। তবে সূত্র বলছে, এই সপ্তাহে ইজাজ-ই বিগ বস হাউজ ছাড়তে পারেন। তার কারণ হিসেবে অনেকেই বলছে, ইজাজের আগে থেকে একটা ছবিতে সাইন করা আছে। যার কাজ খুব সম্প্রতি শুরু হবে এবং তার জন্যই বিগ বস ছেড়ে চলে যেতে চান তিনি।
advertisement
তাঁর টিম ডেট নিয়ে কাজ করার চেষ্টা করছে। কিন্তু যেহেতু সিনেমাটি গত বছরই শুরু হওয়ার কথা ছিল এবং করোনার জন্য তা পিছিয়ে যায়, তাই শ্যুটিংয়ের ডেট কতটা ম্যানেজ করা সম্ভব হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারছে না তাঁর টিম। এই সব কিছুর পরও তাঁরই এই সপ্তাহে এলিমিনেট হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2021 7:28 PM IST