Sonu Sood:‘বলিউডের মসিহা’-কে এবার ইডির তলব, কী করল সোনু সুদ? বলিউডে বিরাট শোরগোল
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Sonu Sood: বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় একের পর এক নাম জড়াচ্ছে তারকাদের ৷ বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় এবার সোনু সুদকে তলব ইডির৷
বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় একের পর এক নাম জড়াচ্ছে তারকাদের ৷ বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় এবার সোনু সুদকে তলব ইডির৷
কোভিডকালে মানুষের সেবা করে রিয়েল লাইফ হিরোর তকমা পেয়েছিলেন সোনু সুদ। এবার সেই বলিউডের মসিহা সোনুর নাম জড়াল অবৈধ বেটিং অ্যাপ মামলায়। যার জেরে সোনু সুদকে সমন পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে।
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শুক্রের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশি হবে রাজা, অঢেল টাকা-সম্পত্তিতে ভরবে ঘর, যা ছোবে তাই সোনা
অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জন্য ইডির ব়্যাডারে সোনু সুদ। সূত্রের খবর, আগামী ২৪ সেপ্টেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে সোনুকে হাজিরা দিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
এর আগেও একাধিক তারকার নাম জড়িয়েছে এই মামলায়৷ বেটিং অ্যাপ কেলেঙ্কারির মামলায় জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক মামলা দায়ের করা ২৯ জন সেলিব্রিটির মধ্যে অভিনেতা বিজয় দেবেরকোন্ডা এবং রানা দাগ্গুবাতিও রয়েছেন। দক্ষিণী ছায়াছবির জগতের অন্যান্য যে খ্যাতনামাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছিল, তার মধ্যে প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা এবং শ্রীমুখীর মতো অভিনেতাদের নামও রয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 16, 2025 4:51 PM IST










