হোম /খবর /বিনোদন /
আর্থিক তছরুপ? ইডির নজরে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ৭ কোটির সম্পত্তি!

Jacqueline Fernandez Enforcement Directorate: ইডির নজরে জ্যাকলিন ফার্নান্দেজের ৭ কোটির সম্পত্তি! আর্থিক তছরুপের মামলায় জড়িয়ে অভিনেত্রী?

Sukesh Chandrasekhar Money Laundering case: ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী শ্রীলঙ্কার নাগরিক এবং তাঁকে এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সুকেশ চন্দ্রশেখর মামলায় আরও সংকটে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জ্যাকলিনের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলার তদন্তে অভিনেত্রীর ৭ কোটি টাকার সম্পত্তিকে জুড়েছে। সূত্রের খবর, এই সম্পত্তি একটি স্থায়ী আমানত। পিটিআই জানিয়েছে, Prevention of Money Laundering Act (PMLA)-এর ধারাগুলির অধীনে একটি আদেশ জারি করার পরেই কিছু উপহার এবং স্থায়ী আমানত এখন ইডির আতশকাঁচের তলায়।

৩৬ বছর বয়সী এই অভিনেত্রী শ্রীলঙ্কার নাগরিক এবং তাঁকে এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিন ফার্নান্দেজের জন্য উপহার কিনতে জন্য অবৈধ অর্থ ব্যবহার করেছেন। ফোর্টিস হেলথকেয়ারের প্রাক্তন আধিকারিক শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিং সহ হাই-প্রোফাইল মানুষদের প্রতারণা করে টাকা তুলে তিনি জ্যাকলিনকে উপহার দিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- বাড়িতে জিনিস দিতে আসা ডেলিভারি গার্লকে দেখে অবাক? মাতৃদিবসে এভাবেই ভাইরাল আমাজন!

গত বছরের অগাস্ট এবং অক্টোবরে রেকর্ড করা বিবৃতিতে ইডিকে জ্যাকলিন জানিয়েছিলেন, তিনি গুচি, চ্যানেলের তিনটি ডিজাইনার ব্যাগ, জিমে পরার জন্য দু’টি গুচির পোশাক, লুই ভুটনের এক জোড়া জুতো, দুই জোড়া হিরের দুল এবং বহু রঙের পাথরের একটি ব্রেসলেট আর দু’টি হার্মিস ব্রেসলেট “উপহার হিসেবে পেয়েছেন” চন্দ্রশেখরের কাছ থেকে। শুধু তাই নয়, একইভাবে পাওয়া একটি মিনি কুপার গাড়ি নাকি ফিরিয়ে দিয়েছেন জ্যাকলিন।

ইডি তদন্তে দেখেছে, গত বছরের ৭ অগাস্ট দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করার আগে পর্যন্ত সুকেশ চন্দ্রশেখর ফেব্রুয়ারি থেকে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ‘নিয়মিত যোগাযোগ’ রেখে চলছিলেন। পরে তাঁকে গ্রেফতার করে ইডিও।

আরও পড়ুন- আদালতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে: প্রধান বিচারপতিদের জানালেন নরেন্দ্র মোদি

গত বছরের ডিসেম্বরে, ইডি সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপের মামলায় সাক্ষী হিসাবে জ্যাকলিন সহ কয়েকজন বলিউড অভিনেতার নাম উল্লেখ করে পিএমএলএ আইনের অধীনে একটি চার্জশিট দাখিল করেছিল। কিছুদিন আগে, জ্যাকলিন এবং সুকেশের একটি ঘনিষ্ঠ ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছিল যার পরেই অভিনেত্রী মিডিয়াকে গোপনীয়তা রক্ষার অনুরোধ করে একটি বিবৃতি জারি করেছিলেন।

জ্যাকলিন ফার্নান্দেজকে শেষবার পর্দায় দেখা গিয়েছে সইফ আলি খান, অর্জুন কাপুর এবং ইয়ামি গৌতমের সঙ্গে হরর-কমেডি সিনেমা ভূত পুলিশে। আগামীতে তাঁকে দেখা যাবে অ্যাটাক, কন্নড় অ্যাকশন-থ্রিলার বিক্রান্ত রোনা, বচ্চন পান্ডে, সার্কাস এবং রাম সেতু সিনেমায়।

Published by:Madhurima Dutta
First published:

Tags: Enforcement Directorate, Jacqueline Fernandez