Duplicate Salman Khan: 'ভাইজান'-কে দেখতে উপচে পড়ল ভিড়, উত্তরপ্রদেশে গ্রেফতার সলমনের 'ডুপ্লিকেট'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সলমনের ডুপ্লিকেট আজম আনসারির ইউটিউবে ফলোয়ার্স সংখ্যা ১,৬৭,০০০
#উত্তরপ্রদেশ: নাম তাঁর আজম আনসারি, দেখতে ঠিক বলিউডের 'ভাইজান' সলমন খানের মতো! তাঁর চলাফেরা, কথা বলা, নাচের স্টাইল দেখলে এক ঝলকে মনে হবে, যেন সল্লু মিঞাকেই দেখছেন! তিনি উত্তর প্রদেশের 'সলমন খান'! এবার সেই সলমন খানের 'ফোটোকপি'-ই পড়লেন বিপাকে! রবিবার তাঁকে গ্রেফতার করে উত্তর প্রদেশের পুলিশ! আজম আনসারির বিরুদ্ধে রয়েছে প্রকাশ্য রাস্তায় শান্তি বিঘ্ন করার অভিযোগ!
আজম আনসারি ওরফে 'নকল' সলমন খানের ফ্যানের সংখ্যা ভুরি-ভুরি! সোশ্যাল মিডিয়ায় তাঁর শ্যুট করা রিল ভিডিওর ভিউ লাখ-লাখ! পুলিশ সূত্রে জানা যায়, ক্লক টাওয়ারে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছিলেন তিনি। তাঁকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় জমান, রাস্তা আটকে যায়, মানুষের ভিড়ে দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। ট্রাফিক জ্যামে নাজেহাল গোটা শহর! এরপরই ঘটনাস্থলে ছুটে আসে ঠাকুরগঞ্জ থানার পুলিশ। শান্তি বিঘ্ন করার অভিযোগে আটক করা হয় নকল সলমনকে, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা দায়ের হয়েছে।
advertisement
সলমনের ডুপ্লিকেট আজম আনসারির ইউটিউবে ফলোয়ার্স সংখ্যা ১,৬৭,০০০। মাঝেমধ্যেই তিনি মাঝরাস্তায় নেচেকুদে ভিডিও রিল বানান! কখনও বা দেখা যায় সল্লু ভাইয়ের মতোই 'বেয়ার বডি'তে প্রকাশ্যে ঘুরে বেড়াতে, কখনও বা তাঁকে দেখা যায় সলমনের 'তেরে নাম'-এর লুকে... সেই হেয়ারস্টাইল, খালি গায়ে রাস্তায় দাঁড়িয়ে সলমনের স্টাইলে সিগারেটে টান দেন, আর তাঁকে এক-ঝলক দেখতে ভিড় জমান শয়ে শয়ে ফ্যান! দুধের স্বাদ ঘোলে মেটানো আর কী!
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2022 4:19 PM IST