Duplicate Salman Khan: 'ভাইজান'-কে দেখতে উপচে পড়ল ভিড়, উত্তরপ্রদেশে গ্রেফতার সলমনের 'ডুপ্লিকেট'

Last Updated:

সলমনের ডুপ্লিকেট আজম আনসারির ইউটিউবে ফলোয়ার্স সংখ্যা ১,৬৭,০০০

#উত্তরপ্রদেশ: নাম তাঁর আজম আনসারি, দেখতে ঠিক বলিউডের 'ভাইজান' সলমন খানের মতো! তাঁর চলাফেরা, কথা বলা, নাচের স্টাইল দেখলে এক ঝলকে মনে হবে, যেন সল্লু মিঞাকেই দেখছেন! তিনি উত্তর প্রদেশের 'সলমন খান'! এবার সেই সলমন খানের 'ফোটোকপি'-ই পড়লেন বিপাকে! রবিবার তাঁকে গ্রেফতার করে উত্তর প্রদেশের পুলিশ! আজম আনসারির বিরুদ্ধে রয়েছে প্রকাশ্য রাস্তায় শান্তি বিঘ্ন করার অভিযোগ!
আজম আনসারি ওরফে 'নকল' সলমন খানের ফ্যানের সংখ্যা ভুরি-ভুরি! সোশ্যাল মিডিয়ায় তাঁর শ্যুট করা রিল ভিডিওর ভিউ লাখ-লাখ! পুলিশ সূত্রে জানা যায়, ক্লক টাওয়ারে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছিলেন তিনি। তাঁকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় জমান, রাস্তা আটকে যায়, মানুষের ভিড়ে দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। ট্রাফিক জ্যামে নাজেহাল গোটা শহর! এরপরই ঘটনাস্থলে ছুটে আসে ঠাকুরগঞ্জ থানার পুলিশ। শান্তি বিঘ্ন করার অভিযোগে আটক করা হয় নকল সলমনকে, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা দায়ের হয়েছে।
advertisement
সলমনের ডুপ্লিকেট আজম আনসারির ইউটিউবে ফলোয়ার্স সংখ্যা ১,৬৭,০০০। মাঝেমধ্যেই তিনি মাঝরাস্তায় নেচেকুদে ভিডিও রিল বানান! কখনও বা দেখা যায় সল্লু ভাইয়ের মতোই 'বেয়ার বডি'তে প্রকাশ্যে ঘুরে বেড়াতে, কখনও বা তাঁকে দেখা যায় সলমনের 'তেরে নাম'-এর লুকে... সেই হেয়ারস্টাইল, খালি গায়ে রাস্তায় দাঁড়িয়ে সলমনের স্টাইলে সিগারেটে টান দেন, আর তাঁকে এক-ঝলক দেখতে ভিড় জমান শয়ে শয়ে ফ্যান! দুধের স্বাদ ঘোলে মেটানো আর কী!
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Duplicate Salman Khan: 'ভাইজান'-কে দেখতে উপচে পড়ল ভিড়, উত্তরপ্রদেশে গ্রেফতার সলমনের 'ডুপ্লিকেট'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement