Shah Rukh Khan's Dunki Release: শাহরুখের গান শুরু হতেই এ কী করলেন ভক্তরা! সিনেমাহলে প্রথম দিনের প্রথম শো, ভাইরাল ভিডিও
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বছর শেষে ক্রিসমাসের উপহার নিয়ে হাজির শাহরুখ খান। জওয়ান-এর পর, বড়দিনের আগেই মুক্তি পেল 'ডানকি'। ভিড়ে ভরা হলের চিত্রটা ঠিক কী রকম? তাও অনুরাগীরা শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই সব ছবি ও ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
মুম্বই: বছর শেষে ক্রিসমাসের উপহার নিয়ে হাজির শাহরুখ খান। জওয়ান-এর পর, বড়দিনের আগেই মুক্তি পেল ‘ডানকি’। একই বছরে জোড়া হিট ছবি বলিউডকে ভেট দিয়েছিলেন কিং খান। দারুণ ভাবে তিনি কামব্যাক করেছেন। তাই বছরের তৃতীয় তথা শেষ ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা ও প্রত্যাশা ছিল তুঙ্গে। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে দেশ জুড়ে, কিন্তু আবহাওয়ার চোখ রাঙানি এড়িয়ে সকাল থেকেই শাহরুখ ভক্তরা ভিড় জমিয়েছেন হলে হলে।
ভিড়ে ভরা হলের চিত্রটা ঠিক কী রকম? তাও অনুরাগীরা শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই সব ছবি ও ভিডিও এখন রীতিমতো ভাইরাল। ভিডিওতে দেখা গিয়েছে কিং খানের ভক্তরা মেতে উঠেছেন উৎসবের মেজাজে। সেই ছবি অবশ্য খুব চেনা, SRK কার্ডবোর্ড কাট-আউটের ঘিরে উল্লাস, আতশবাজি সব মিলিয়ে জমজমাট ডানকির প্রথম দিন। মুম্বইয়ের গেইটি গ্যালাক্সির ভিডিওগুলি দেখা গিয়েছে ভক্তরা আনন্দে নাচছে ‘লুট পুট গ্যায়া’।
advertisement
advertisement
আজ ডানকি-র প্রথম শো ছিল Gaiety Galaxy-এ সকাল ৫:৫৫ মিনিটে। শাহরুখের অতন্ত পরিচিত একটি ফ্যান ক্লাবের শাহরুখ ভক্তরা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সময়ও সকাল থেকেই এই ভাবে বুক করে রাখা হয়েছিল। বিশ্বব্যাপী কমপক্ষে ১০০০টি একচেটিয়া স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
LATEST: Crowd goes berserk on #LuttPuttGaya at #Gaiety #Mumbai
Craze for KING KHAN and #Dunki! 🔥🔥@iamsrk @RedChilliesEnt #DunkiReview #DunkiDay #ShahRukhKhan pic.twitter.com/IsNSNj2b5K— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) December 21, 2023
advertisement
‘ডানকি’তে শাহরুখ প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন। ছবিটিতে তাপসী পান্নু এবং ভিকি কৌশলকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে। এখন দেখার পালা বলিউডের বাদশা তিনি ডানকি দিয়ে তাঁর আগের ছবিগুলির রেকর্ড ব্রেক করতে পারেন কিনা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 12:55 PM IST