স্বপ্ন তো আমাদের সবারই থাকে৷ স্বপ্নপূরণ হয় কতজনের! যাদের পূরণ হয় তাঁরা ভাগ্যবান তো বটেই৷ সেই ভাগ্যবান একজনই শ্রুতি৷ শ্রুতি দাস৷ যাঁকে আমরা কখনও চিনি 'ত্রিনয়নী'র নয়ন রূপে, কখনও 'দেশের মাটি'র নোয়া৷ ছোট শহর থেকে ঝাঁ চকচকে তিলোত্তমায় পা দিয়েছিলেন তিনি৷ তারপর আর ফিরে তাকাননি৷ পথচলা থামাননি৷ নিন্দা-স্তুতির ঊর্ধ্বে গিয়ে তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে গিয়েছেন৷ তবে হ্যাঁ৷ এই স্বপ্নপূরণ একটু আলাদা৷ এবার দেবের সঙ্গে মঞ্চ ভাগ করলেন তিনি৷
তাঁর কাটোয়ার বাড়িতে ডায়েরি ভর্তি দেবের ছবি৷ সেই দেবই আজ তাঁর পাশে৷ একই মঞ্চে৷ সেই মঞ্চ জি-এর মঞ্চ৷ শ্রুতি কৃতজ্ঞ জি-এর কাছে৷ মন্দারমণি থেকে সদ্য ফিরেই তিনি চলে গিয়েছিলেন শ্যুটিংয়ে৷ অনেককিছু ভেবেছিলেন বলবেন৷ কিন্তু কিছু আর বলা হল কই! তবে শ্রুতি খুশি৷ জীবনের কাছে এর থেকে বেশি আর কিছু চান না তিনি৷
আরও পড়ুন- পেটের মধ্যে কাঁচি রেখেই সেলাই করে দিলেন চিকিৎসকরা! কী হল রোগীর, দেখুন ছবিতে
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল রান্নাঘরে৷ এসেছিলেন মায়ের সঙ্গে৷ সবুজ শাড়িতে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী৷ ফিরেছেন সমুদ্র সফর থেকে৷ সেখানেও সঙ্গে ছিল পরিবার, কাছের মানুষেরা৷ মন এমনই ফুরফুরে৷ বাবার শরীরও এখন ভাল৷ আর তার উপর এই সব পেয়েছির দেশ৷ সব মিলিয়ে শ্রুতির বর্ষবরণ বেশ ভালই৷ শ্রুতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন-
"দেব- গঙ্গা বক্ষে নববর্ষ পালন, স্বপ্নপূরণের আর এক ধাপ..."
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shruti das