Bibaho Obhijaan 2: টলিপাড়ায় কানাঘুষো, 'বিবাহ অভিযান ২'-এর কাজ আটকে রয়েছে, কী কারণ? কী বললেন অঙ্কুশ?

Last Updated:

Bibaho Obhijaan 2: রুদ্রনীলের বাড়ি বসেই ছবির গল্প শুনেছিলেন অঙ্কুশ। তিনি জানালেন, ৬০ দিনেরও বেশি সময় ধরে তিনি লন্ডনে ছিলেন। এসকে মুভিজ-এর একাধিক ছবির শ্যুটিংয়ের জন্য।

#কলকাতা: 'বিবাহ অভিযান ২' নিয়ে জল্পনার শেষ নেই। ২০১৯ সালের সুপারহিট ছবির গল্প লিখেছিলেন রুদ্রনীল ঘোষ। ছবির পরিচালক ছিলেন বিরসা দাশগুপ্ত। ছবিতে অভিনয় করেছিলেন, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, নুসরত ফারিয়া। শোনা গিয়েছিল, সেই ছবির সিক্যুয়েল তৈরি হবে। বিরসাই পরিচালনা করবেন।
কিন্তু দিন কয়েক আগে জানা গিয়েছে, বিরসা নয়, নতুন ছবির নির্দেশক হিসেবে এসভিএফ বেছে নিয়েছে সায়ন্তন ঘোষালকে। এ বার টলিপাড়ায় গুঞ্জন, সেই ছবির কাজ নাকি বন্ধ। কিন্তু কেন?
advertisement
জল্পনার মাঝেই ছবির এক নায়ক অঙ্কুশকে যোগাযোগ করল নিউজ18 বাংলা। তিনি জানালেন, ৬০ দিনেরও বেশি সময় ধরে তিনি লন্ডনে ছিলেন। এসকে মুভিজ-এর একাধিক ছবির শ্যুটিংয়ের জন্য। ফলে এই ছবির কাজ কত দূর এগিয়েছে, তাঁর কাছে খবর নেই। তবে হ্যাঁ, রুদ্রনীলের বাড়ি বসেই ছবির গল্প শুনেছিলেন তিনি। তাঁর কথায়, "আসলে এত এত তারকা রয়েছেন, এই ছবিতে, সকলের তারিখ মিলিয়ে কাজ করা, তা ছাড়া নুসরত ফারিয়া আবার বাংলাদেশ থেকে কাজ করতে আসবেন। উপরন্তু সকলেই অন্যান্য ছবি বা সিরিজের কাজে ব্যস্ত, তাই সময় তো লাগবেই। ছবি আটকে গিয়েছে বলে আমি জানি না।"
advertisement
অন্য দিকে এই ছবি সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি এসভিএফ। তবে কি এই ছবিটি আদৌ ফ্লোরে যাবে নাকি গল্প পর্যন্ত এগিয়েই ইতি টানা হয়েছে?
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bibaho Obhijaan 2: টলিপাড়ায় কানাঘুষো, 'বিবাহ অভিযান ২'-এর কাজ আটকে রয়েছে, কী কারণ? কী বললেন অঙ্কুশ?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement