Akshay Kumar: এত ভারী! পৃথ্বীরাজের চরিত্রের জন্য কত কিলোর ওজনের পোশাক পরে অভিনয় করেছেন অক্ষয়?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
অক্ষয়ের কথায়, ‘‘আমাদের দেশের আসল যোদ্ধা এবং রাজারা এর থেকে অনেক বেশি ভারী পোশাক পরতেন। তার তুলনায় এ তো কিছুই নয়।’’
#মুম্বই: যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে অক্ষয় কুমারের পরের ছবি ‘পৃথ্বীরাজ’। তাঁর স্ত্রী সংযুক্তার ভূমিকায় দেখা যাবে বিশ্ব সুন্দরী মানুষী চিল্লরকে। এর আগেই ট্রেলারে অক্ষয় এবং মানুষীর ‘লুক’ প্রকাশ পেয়েছে। সেখানে দেখ গিয়েছে, সম্রাটের চেহারায় ঝলমলে অক্ষয়। পরে রয়েছেন ভারী ভারী পোশাক। সাজে কোনও ত্রুটি নেই যেন। সম্রাটের সাজে কোনও ফাঁক রাখেননি অক্ষয়। কিন্তু কত ওজন জানেন? কত কিলো ওজনের পোশাক পরে ক্যামেরার সামনে যুদ্ধ করেছেন বলি তারকা?
ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত এই ছবির প্রচারে গিয়ে সে তথ্য দিলেন খোদ অক্ষয়। ৬ কিলো ওজনের পোশাকে সেজেছিলেন তিনি। কখনও ৫ বা ৪ কিলোরও ছিল অবশ্য। এত ভারী পোশাক গায়ে চাপিয়ে অভিনয় করতে হয়েছে তাঁকে। কিন্তু অক্ষয়ের কথায়, ‘‘আমাদের দেশের আসল যোদ্ধা এবং রাজারা এর থেকে অনেক বেশি ভারী পোশাক পরতেন। তার তুলনায় ৬ কিলো তো কিছুই নয়। সম্রাট পৃথ্বীরাজ চৌহান, শিবাজী মহারাজের মতো রাজারা প্রায় ৩৫ থেকে ৪০ কিলো ওজনের পোশাক পরে যুদ্ধ করতেন। শুধু তা-ই নয়, এর সঙ্গে বিশাল বিশাল তলোয়ারও কোমরে রাখতে হত তাঁদের। সব মিলিয়ে সেই ওজন দাঁড়াত অনেক বেশি। তাঁরাই আসল যোদ্ধা।’’
advertisement
আরও পড়ুন: ৫৪ বছরের নায়ক রোম্যান্স করছে ২৪-এর নায়িকার সঙ্গে! 'পৃথ্বীরাজ' নিয়ে চরম ট্রোলড অক্ষয় কুমার
advertisement
এই ছবির টিজার মুক্তির পরে নায়ক নায়িকার বয়সের ফারাক নিয়ে কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন অক্ষয়-মানুষী। ছবির নায়ক অক্ষয় কুমারের বয়স ৫৪ এবং নায়িকা মানুষী চিল্লরের বয়স ২৪। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার হন তাঁরা। কারও আবার বক্তব্য, ‘পৃথ্বীরাজ চৌহান ৪৮ বছর বয়সে মারা গিয়েছিলেন। তাঁরই চরিত্রে অভিনয় করবেন ৫৪ বছরের অভিনেতা। দুঃখজনক ভাবে বলিউডে ৫০-এর নীচে কোনও নায়ক নেই।’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2022 4:50 PM IST