Divya Pahuja Murder case: খালের মধ‍্যে...মডেল হত‍্যাকাণ্ডে নতুন মোড়! ১১ দিন পর উদ্ধার দিব্যা পাহুজার দেহ

Last Updated:

হরিয়ানার তোহনা ফতেহাবাদে একটি খালে দিব্যার মৃতদেহ উদ্ধার করা হয়।

দিব্যা পাহুজা হত‍্যাকাণ্ডে নতুন মোড়। খুনের ১১ দিন পর উদ্ধার হল দিব‍্যার মৃতদেহ। হরিয়ানার তোহনা ফতেহাবাদে একটি খালে দিব্যার মৃতদেহ উদ্ধার করা হয়।
হত‍্যাকাণ্ডের পর থেকেই পুলিশ তল্লাশি চালাচ্ছিল। অবশেষে ১১ দিন পর খোঁজ মিলল। গুরুগ্রাম পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে অভিযুক্তরা দিব্যা পাহুজাকে খুন করে তাঁর দেহ হরিয়ানার ফতেহাবাদ থেকে একটি খালে ফেলে দেয়। তবে, মর্মান্তিক এই হত‍্যাকাণ্ডের ক্রমশ রহস‍্য ঘনাচ্ছিল দিব‍্যার দেহকে ঘিরে।
দিব্যা পাহুজা গ্যাংস্টার সন্দীপ গাদোলির বান্ধবী ছিলেন এবং ২ জানুয়ারি খুন হন। এই ঘটনায় পুলিশ বলরাজ গিলকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে, গুরুগ্রাম পুলিশ খাল থেকে দিব্যার দেহ উদ্ধার করে। পুলিশ গত ১১ দিন ধরে গ্যাংস্টার সন্দীপ গাদোলির বান্ধবী দিব্যার দেহ খুঁজতে ব্যস্ত ছিল।
advertisement
advertisement
এনডিআরএফ দল এবং হরিয়ানা ও পাঞ্জাবের পুলিশও দিব্যার মৃতদেহ অনুসন্ধানে জড়িত ছিল। বলরাজ পুলিশকে বলেছিলেন যে তিনিই দিব্যার মৃতদেহ ফেলে দিয়েছিলেন এবং তোহানা খালে ফেলে দিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যাংস্টার সন্দীপ গাদোলির বান্ধবী দিব্যাকে (২৭ বছর বয়সী) মঙ্গলবার পাঁচজন মিলে একটি হোটেলের ঘরে নিয়ে যায়। পুলিশের মতে, দিব্যাকে মাথায় গুলি করা হয়েছে কারণ তিনি হোটেল মালিককে ‘অশ্লীল ছবি’র জন্য ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে অর্থ আদায় করছিলেন।
advertisement
পুলিশ জানিয়েছে যে, সিসিটিভি ফুটেজে হোটেলের মালিক অভিজিৎ সিং (৫৬)-সহ সন্দেহভাজনদের দেখা গেছে, হোটেল সিটি পয়েন্টের লবি থেকে একটি নীল বিএমডব্লিউ গাড়িতে একটি সাদা চাদরে মোড়ানো তার দেহ টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ফুটেজে অভিযুক্তকে দিব্যার দেহ ট্রাঙ্কে রেখে হোটেল থেকে গাড়িতে করে পালিয়ে যেতে দেখা যায়। একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন যে, অভিজিৎ হোটেল থেকে প্রায় এক কিলোমিটা দূরে বলরাজ গিল ওরফে হেমরাজের (২৮) কাছে গাড়িটি তুলে দিয়েছিলেন। গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের পাতিয়ালার একটি বাসস্ট্যান্ডে বিএমডব্লিউ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Divya Pahuja Murder case: খালের মধ‍্যে...মডেল হত‍্যাকাণ্ডে নতুন মোড়! ১১ দিন পর উদ্ধার দিব্যা পাহুজার দেহ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement