Bigg Boss OTT: “বয়ফ্রেন্ড বলে, আমি বিগবসের জন্যই তৈরি হয়েছি” : দিব্যা আগরওয়াল

Last Updated:

Bigg Boss OTT: আমি ক্যামেরার জন্যই বেঁচে থাকি। আমি ক্যামেরার সামনে থাকতে পছন্দ করি, জানালেন দিব্যা

#Bigg Boss OTT: অভিনেত্রী দিব্যা আগরওয়ালকেও (Divya Agarwal) এবার দেখা যাবে Bigg Boss OTT-তে। পুরো বিষয়ে নিজের বয়ফ্রেন্ড বরুণ সুদকে (Varun Sood) টেনে এনেছেন ওই বলিউড অভিনেত্রী। MTV স্প্লিটসভিলা ১১-তে (Splitsvilla 11) ফার্স্ট রানার-আপ দিব্যা জানিয়েছিলেন, বরুণ মনে করেন তিনি ডিজিটাল রিয়ালিটি শোয়ের জন্য একদম পারফেক্ট। বরুণ নিশ্চিত যে ওই শো জিতবেন। সদ্য কেপটাউন (Cape Town) থেকে মুম্বই ফিরে এসেছেন বরুণ। সেখানে তিনি খাতরো কা খিলাড়ি ১১ (Khatron Ke Khiladi 11) -র শ্যুটিং করছিলেন।
দিব্যা এই প্রসঙ্গে বলেন, “আমি বরুণকে ছেড়ে চলে আসছি তাই ও খুব হতাশ হয়ে পড়েছিল। কিন্তু তার সঙ্গে ও খুব খুশি ছিল। কারণ এবছর তাঁর কাজ একপ্রকার শেষ। এখন আমার সুযোগ। আমরা দুজনে নিজেদের কাজ নিয়ে খুব আগ্রহী। আমরা একে অপরকে ভীষণ সাহায্য করি। আমার উপর তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। ও যেটা বলেছে আমি শুধুমাত্র সেটাই করতে চলেছি।”
advertisement
advertisement
MTV এস অফ স্পেশ সিজন ১ (MTV Ace of Space season 1)-এর বিজয়ী ছিলেন দিব্যা। রাগিনী এমএমএস : রিটার্নস (Ragini MMS : Returns)- ওয়েব সিরিজে তিনি প্রথম অভিনয় করেন। রোডিজ : রিয়েল হিরোজ (Roadies: Real Heroes) এবং MTV এস দ্য কোয়ারিন্টিন (MTV Ace the Quarantine) সিরিজের সঞ্চালনা করেন তিনি। পাশাপাশি বিগ বস সিজন ১১-তেও তাঁকে গেস্ট হিসেবে দেখা গিয়েছিল। সেই পর্বে তিনি জানিয়েছিলেন তাঁর সঙ্গে সেইসময়ের বয়ফ্রেন্ড প্রিয়াঙ্ক শর্মার (Priyank Sharma) সঙ্গে তাঁর ব্রেক আপ হয়ে গিয়েছিল।
advertisement
জনসমক্ষে একাধিকবার দিব্যার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি মনে করি আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো। আমি কখনও কারোর কাছ থেকে কিছু লুকাইনি। আমি খুব সোজাসুজি কথা বলতে ভালোবাসি এবং এটাতে অবাক হওয়ার মতো কিছু নেই।”
২৪ ঘণ্টা লাইভ দেখানো প্রসঙ্গে তিনি বলেন, “আমি ক্যামেরার জন্যই বেঁচে থাকি। আমি ক্যামেরার সামনে থাকতে পছন্দ করি।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
 Bigg Boss OTT: “বয়ফ্রেন্ড বলে, আমি বিগবসের জন্যই তৈরি হয়েছি” : দিব্যা আগরওয়াল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement