এ বার ফিল্মে অভিনয় করতে চলেছেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া
Last Updated:
#কলকাতা: অপু ৷ খদ্দরের পাঞ্জাবি ৷ বুকের কাছে একটা বোতাম খোলা ৷ তাঁর বাঁ দিকের কাঁধে ভর দিয়ে নীচের দিকে তাকিয়ে অপর্ণা ৷ একমাথা কোঁকড়া চুল পিঠের উপর ঢাল করে খোলা ৷ পরণে ডুরে শাড়ি ৷ কপালে সিঁদুরের টিপ ৷ অপু-অপর্ণা মানেই বাংলা ছবি ৷ অপু মানেই ক্লাসিক ৷ অপু মানেই বাঙালির জিয়া নস্ট্যাল ৷ ছেলের হাত ধরে ফিরে আসছে অপু-অপর্ণা ৷
পরিচালক শুভ্রজিৎ মিত্র’র হাত ধরে আসছে সে ৷ ছবির নাম ‘অভিযাত্রিক’৷ বিভূতিভূষণের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি পৃথিবী বিখ্যাত। দেশ-বিদেশের বহু সিনেপ্রেমীর কাছে এই ছবিগুলির আবেদন আজও অমোঘ। সেই বিখ্যাত কাহিনির পরবর্তী অংশ নিয়ে ছবি করতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের শেষ ভাগ নিয়ে তৈরি হবে ছবি। নাম রাখা হয়েছে ‘অভিযাত্রিক’। ছবি তৈরির ক্ষেত্রে পরিচালক মূলত উপন্যাসকে ধরেই এগোবেন।
advertisement
advertisement
আর এই ছবিতে অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া রায় ৷ ‘করুণাময়ী রানি রাসমণি’ধারাবাহিকের মূল অভিনেত্রী দিতিপ্রিয়া এ বার ‘অপর্ণা’র চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ এ বার বড় পর্দায় দিতিপ্রিয়া কেমন অনুভূতি জানতে চাওয়ায় দিতিপ্রিয়া বলল, ‘‘আমি খুব খুশি ৷ অনেকদিন ধরেই শুভ্রজিৎ দা’র সঙ্গে এ নিয়ে কথা হচ্ছিল ৷ আজ এই ঘোষণার পর আমি সত্যিই বেজায় খুশি ৷’’
advertisement
ছোটপর্দা থেকে এ বার বড় পর্দার জার্নি কতটা চ্যালেঞ্জিং? দিতিপ্রিয়ার স্পষ্ট জবাব,‘‘আমি এতদিন ধারাবাহিকে অভিনয় করেছি ৷ সবাই আমায় খুব আশীর্বাদ দিয়েছেন ৷ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার সময় ৷ আমি চেষ্টা করব আমার একশো শতাংশ দেওয়ার ৷ এত বড় একটা চরিত্রে অভিনয় করা তো আর চাড্ডিখানি কথা নয় ৷’’ খুশি ঝড়ে পড়ল দিতিপ্রিয়ার গলায় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2019 3:42 PM IST