বিশে পা, পথের খুদেদের খাইয়ে, উপহারে ভরিয়ে অভিনব জন্মদিন পালন দিতিপ্রিয়ার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
বেড়াতে যাওয়ার ক'দিন আগে ১৪টি শিশুর সঙ্গে বিড়লা মন্দির ঘুরতে যান তিনি। তার পর শহরের একটি ক্যাফেতে তাদের খাওয়াতে নিয়ে যান। তাদের জন্য কিছু খাবার এবং উপহারেরও বন্দোবস্ত করেছিলেন পর্দার রানিমা।
#কলকাতা: বিশাখাপত্তনামে বিশের জন্মদিন পালন। একটু একটু করে বড় হয়ে উঠছেন রানিমা। এক কালের শিশুশিল্পী এখন অন্যতম সাফল্যের মুখে দাঁড়িয়ে। তিনি দিতিপ্রিয়া রায়। 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিক ছাড়ার পর ঝুলিভর্তি কাজের সুযোগ। কোনটা ছেড়ে কোনটা নেবেন, তা নিয়ে দ্বন্দ্বে দিতিপ্রিয়া।
সেই ছোট্ট দিতিপ্রিয়া এখন তরুণী৷ এ বার ২০-তে পা দিয়ে নতুন ভাবে জন্মদিন পালন করলেন অভিনেত্রী।
পরিবারের সঙ্গে বিশাখাপত্তনামে ঘুরতে যাওয়ার আগেই শুরু করে দিয়েছেন জন্মদিন সপ্তাহ পালন৷ নিজের বাড়ির কাছে টালিগঞ্জ মেট্রোর সামনে রোজ এক দল খুদেকে দেখতেন তিনি। যারা ভিক্ষে করে আসত তাঁর কাছে। যাদের বাড়িঘর নেই। রাস্তাই যাদের বাসস্থান। সেই খুদেদের সঙ্গে একটা গোটা দিন কাটালেন দিতিপ্রিয়া।
advertisement
advertisement
সেই দিনের একটি ভিডিও পোস্ট করেছেন দিতিপ্রিয়া। বিশাখাপত্তনাম থেকেই। দেখা যাচ্ছে এক দল কচিকাঁচাদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী।
advertisement
নিউজ18 বাংলার তরফে যোগাযোগ করা হল 'বার্থ ডে গার্ল'কে। দিতিপ্রিয়া বললেন, "প্রতি বারই জন্মদিনে অন্যদের খুশি করার চেষ্টা করি। এ বারও করলাম। কিন্তু এই প্রথম বার আমি সেটা সবাইকে জানালেন ভিডিও পোস্ট করলাম। অনেকেই বলতে পারেন, আমি লোক দেখানোর জন্য করছি। কিন্তু তা নয়। আমাত মনে হয়, কোনও ভাল কাজ করলে সেটা যথাসম্ভব ছড়িয়ে দেওয়া উচিত। তাতে আরও কেউ এই একই কাজে উদবুদ্ধ হতে পারে। তা ছাড়া এই জন্মদিনটা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। পাভেলের 'কলকাতা চলন্তিকা' মুক্তি পাচ্ছে। যেখানে কলকাতা শহর একটা চরিত্র। শহরের প্রত্যেকটা মানুষ গুরুত্ব পেয়েছে। সেই কারণে আমিও কলকাতার কিছু মানুষকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি।"
advertisement
বেড়াতে যাওয়ার ক'দিন আগে ১৪টি শিশুর সঙ্গে বিড়লা মন্দির ঘুরতে যান তিনি। তার পর শহরের একটি ক্যাফেতে তাদের খাওয়াতে নিয়ে যান। তাদের জন্য কিছু খাবার এবং উপহারেরও বন্দোবস্ত করেছিলেন পর্দার রানিমা।
দিতিপ্রিয়া চান, প্রত্যেক দিন তো কারও না কারও জন্মদিন, তাঁর এই ভিডিওটা দেখে কিছু মানুষ যদি অনুপ্রেরিত হয়ে নিজের জন্মদিনে পথের শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, তা হলেও সমাজের ভাল।
advertisement
করোনা অতিমারিতে মানুষ সোশ্যাল মিডিয়ার সঙ্গে সময় কাটিয়েছে সব থেকে বেশি। একে অপরকে বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার খেলায় মেতে উঠেছিল। দিতিপ্রিয়া এ বার সে রকমই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সকলের দিকে। নিজের জন্মদিন অন্য কারও মুখে হাসি ফোটানোর চ্যালেঞ্জ। যারা এই সমাজে অনেক আনন্দ থেকে ব্রাত্য, বঞ্চিত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2022 3:08 PM IST