• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কার জন্য টপলেস হলেন দিশা পাটানি ?

কার জন্য টপলেস হলেন দিশা পাটানি ?

Image courtesy: Disha’s official Instagram account

Image courtesy: Disha’s official Instagram account

এই তো সবে বলিউডে পা দিলেন ৷ আর এসেই তুফান তুললেন ! রোজই প্রায় খবরের শিরোনামে আছেন দিশা ৷ এমনকী, ঢুকে পড়েছেন

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: এই তো সবে বলিউডে পা দিলেন ৷ আর এসেই তুফান তুললেন ! রোজই প্রায় খবরের শিরোনামে আছেন দিশা ৷ এমনকী, ঢুকে পড়েছেন বলিউডের রোজ গুঞ্জনেও ৷ এরই মাঝে টপলেস হয়ে পড়লেন দিশা ! তাও আবার ক্যামেরার সামনে !

  গপ্পোটা হল, প্রকাশ্যে এসেছে সেলিব্রিটি ফোটোগ্রাফার ডাব্বু রতনানি-র এ বছরের ক্যালেন্ডার ৷ আর এই ক্যালেন্ডারের প্রথম পাতাতেই টপলেস হলেন নায়িকা দিশা পাটানি ৷ digh

  নীরজ পাণ্ডে পরিচালিত ধোনি বায়োপিক থেকেই বলিউডে পা রেখেছেন দিশা ৷ তবে দক্ষিণী ছবিতে আগে থেকেই দারুণ হিট তিনি ৷ সম্প্রতি ডাব্বু রতনানির তোলা সেই ছবিটি নিজেই শেয়ার করেছেন ট্যুইটারে ৷

  ডাব্বু রতনানির এবারের ক্যালেন্ডারে রয়েছেন অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশন, ঐশ্বর্য রাই বচ্চন, রণবীর সিং, অ৭য় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালন, বরুণ ধাওয়ান, সিদ্ধার্য মালহোত্রা, সানি লিয়ন, অনুষ্কা শর্মার মতো বলিউডি সেলেবরা ৷

  First published: