কার জন্য টপলেস হলেন দিশা পাটানি ?
Last Updated:
এই তো সবে বলিউডে পা দিলেন ৷ আর এসেই তুফান তুললেন ! রোজই প্রায় খবরের শিরোনামে আছেন দিশা ৷ এমনকী, ঢুকে পড়েছেন
#মুম্বই: এই তো সবে বলিউডে পা দিলেন ৷ আর এসেই তুফান তুললেন ! রোজই প্রায় খবরের শিরোনামে আছেন দিশা ৷ এমনকী, ঢুকে পড়েছেন বলিউডের রোজ গুঞ্জনেও ৷ এরই মাঝে টপলেস হয়ে পড়লেন দিশা ! তাও আবার ক্যামেরার সামনে !
গপ্পোটা হল, প্রকাশ্যে এসেছে সেলিব্রিটি ফোটোগ্রাফার ডাব্বু রতনানি-র এ বছরের ক্যালেন্ডার ৷ আর এই ক্যালেন্ডারের প্রথম পাতাতেই টপলেস হলেন নায়িকা দিশা পাটানি ৷
advertisement
নীরজ পাণ্ডে পরিচালিত ধোনি বায়োপিক থেকেই বলিউডে পা রেখেছেন দিশা ৷ তবে দক্ষিণী ছবিতে আগে থেকেই দারুণ হিট তিনি ৷ সম্প্রতি ডাব্বু রতনানির তোলা সেই ছবিটি নিজেই শেয়ার করেছেন ট্যুইটারে ৷
advertisement
ডাব্বু রতনানির এবারের ক্যালেন্ডারে রয়েছেন অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশন, ঐশ্বর্য রাই বচ্চন, রণবীর সিং, অ৭য় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালন, বরুণ ধাওয়ান, সিদ্ধার্য মালহোত্রা, সানি লিয়ন, অনুষ্কা শর্মার মতো বলিউডি সেলেবরা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 11, 2017 5:12 PM IST