মাঝসমুদ্রে ‘ভটভটি’, ‘জলপরী’র প্রেম, স্বপ্নের জালে আটকে ‘জাহাজবস্তি’র রাজপুত্র !

Last Updated:

‘ইউনিকর্ন’-এ ইলিউশন, ‘ভটভটি’তে স্বপ্ন ! কিছুটা বাস্তব, আধাবাস্তব আর বাদ বাকিটা মগজের অন্দরে গল্পের মায়াজাল ! ভাবছেন এ আবার কীরকম গল্প?

#কলকাতা: ‘ইউনিকর্ন’-এ ইলিউশন, ‘ভটভটি’তে স্বপ্ন ! কিছুটা বাস্তব, আধাবাস্তব আর বাদ বাকিটা মগজের অন্দরে গল্পের মায়াজাল ! ভাবছেন এ আবার কীরকম গল্প? হ্যাঁ, এরকমই এক মায়াজালে আটকে পড়া গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় ৷ যে ছবির গল্পে রয়েছে এক রাজপুত্র ও জলপরী ! আর রয়েছে সেই রাজপুত্রের রাজত্ব ‘জাহাজবস্তি’ ৷ ভাবছেন ‘জাহাজবস্তি’ ব্যাপারটি কি? কোথায় এমন রাজত্ব? এ রাজত্ব রয়েছে শুধুমাত্র  ভটভটির গল্পে ৷ ভটভটি? এই গল্পের রাজপুত্র, যার আসল নাম ছিল একটা বটে ! কিন্তু এখন সে ‘ভটভটি’ নামেই পরিচিত৷
এই ‘ভটভটি’ নিজের মগজেই অনবরত লিখে ফেলে নানা গল্প ৷ যে গল্প বাস্তব থেকে দূরে হলেও, ভটভটির কাছে সেটাই রিয়েল ! ঠিক যেমন এক জলপরী, আরেক রাজকন্যা !
0
advertisement
এরকমই এক গল্প নিয়ে ছবি তৈরি করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় ৷ ছবির নাম ‘ভটভটি’ ৷ যে ছবিতে দেখা যাবে এক ঝাঁক তারকার ৷ অভিনয়ে রয়েছেন দীপঙ্কর দে, মমতা শংকর, রজতাভ দত্ত, দেবলিনা দত্ত মুখোপাধ্যায়, লিমা হালদার, তথাগত মুখোপাধ্যায় আর অনেকে ৷
advertisement
তবে এখানেই রয়েছে কাহিনিতে ট্যুইস্ট ! তথাগত মুখোপাধ্যায়ের এই ছবির হাত ধরেই টলিউডে আসতে চলেছে একেবারে নতুন জুটি ! কারা সেই নতুন অভিনেতা-অভিনেত্রী? এটা আপাতত বড় সাসপেন্স ৷ আগামী ২৩ অগাস্ট সাংবাদিক বৈঠকের মধ্যেই দিয়েই সবার সামনে আত্মপ্রকাশ করবেন এই নতুন তারকা ৷ যাদের হাত ধরেই ছুটবে তথাগত-র ‘ভটভটি’ !
advertisement
ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছে ময়ূখ ভৌমিক ৷ গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত মুখোপাধ্যায় ৷ সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে প্রতীপ মুখোপাধ্যায় ৷ সম্পাদনার দায়িত্বে অমির মণ্ডল ৷ ছবিটি তৈরি হচ্ছে প্রমোদ ফিল্মস ও পিএসএস এন্টারটেনমেন্ট-এর ব্যানারে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাঝসমুদ্রে ‘ভটভটি’, ‘জলপরী’র প্রেম, স্বপ্নের জালে আটকে ‘জাহাজবস্তি’র রাজপুত্র !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement