হিরোইনদের ছোটো পোশাক পরিয়ে অভিনয় করাতে চান এই পরিচালক !

Last Updated:

দর্শকরা নাকি দুটো জিনিসের জন্যই সিনেমা দেখতে আসেন ৷ একটা হিরোর অ্যাকশন, আর একটা হিরোইনের গ্ল্যামার দেখার জন্য !

#মুম্বই: দর্শকরা নাকি দুটো জিনিসের জন্যই সিনেমা দেখতে আসেন ৷ একটা হিরোর অ্যাকশন, আর একটা হিরোইনের গ্ল্যামার দেখার জন্য ! এমনটাই মনে করেন দক্ষিণী সিনেমার পরিচালক সূরজ ! আর পরিচালকের মুখে একথা শুনে ক্ষেপে গেলেন নায়িকা তামান্না ভাটিয়া !
কাণ্ডটা হল, ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে সূরজের নতুন ছবি ‘কাত্থি সানদাই’ ৷ আর এই ছবির প্রোমোশনেই সংবাদ মাধ্যমকে এরকম বলে বসলেন পরিচালক সূরজ ! সূরজের কথায়, ‘দর্শক টাকা দিয়ে সিনেমা দেখতে আসেন ৷ তাই দর্শকের যেটা পছন্দ সেটাই তো দেখাতে হয় ৷ দর্শকরা হিরোদের অ্যাকশন, আর হিরোইনদের গ্ল্যামার দেখতে আসেন ৷ ছোটো পোশাক পরলেই নায়িকাদের গ্ল্যামার ভালো করে ধরা পড়বে ৷ তাই আমার ছবির নায়িকাদের ছোটো পোশাকই পরাতে চাই ৷ শাড়ি পরিয়ে কোনও লাভ নেই !’
advertisement
ta
advertisement
পরিচালক সূরজের একথা শুনে রীতিমতো ক্ষেপে গেলেন নায়িকা তামান্না ভাটিয়া ৷ প্রতিবাদ করলেন ট্যুইটারে ৷ তামান্না লিখলেন, ‘এই খবরটা যখন আমি পাই ৷ তখন দঙ্গলের মতো নারী শক্তির ছবি দেখছি ৷ কথা শোনার পর সিনেমা হলে বসে থাকতে পারলেন না ৷ তখনই ট্যুইট করলাম ৷ আমি যে পোশাক পরি তা একেবারেই ইচ্ছে মতো ৷ একজনের কথা শুনে পুরো ইন্ডাস্ট্রিকে খারাপ ভাবার কারণ নেই ! ’
advertisement
su
তবে তামান্নার ট্যুইটের পর, পুরো ঘটনায় ক্ষমা চেয়েছেন পরিচালক সূরজ ৷ ট্যুইট করে গোটা ইন্ডাস্ট্রি ও নায়িকাদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি ৷ সূরজের এই ছবিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
হিরোইনদের ছোটো পোশাক পরিয়ে অভিনয় করাতে চান এই পরিচালক !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement