Thakurpukur Accident: ঠাকুরপুকুর কাণ্ডের জেরে বদলে গেল ধারাবাহিকের পরিচালক! বাদ পড়লেন ঋ, স্যান্ডি... বদলে এলেন জনপ্রিয় অভিনেত্রী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অভিনেত্রী ঋ সেনের জায়গায় যোগ দিচ্ছেন রিমঝিম মিত্র। সূত্রের খবর, বাদ পড়ছেন স্যান্ডি সাহা। আরিয়ান ভৌমিকই নায়ক থাকছেন।
কলকাতা: টিআরপিতে বাজিমাতের জেরেই চলছিল রাতভর উদযাপন। তারপরের ঘটনা আর কারও অজানা নয়। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছ’জনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল টলিউডের পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে। আপাতত তিনি পুলিশি হেফাজতে। আহতদের মধ্যে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। মৃত আমিনুল রহমানের পরিবারের তরফে পরিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। এসবের বড় প্রভাব এবার পড়ল ধারাবাহিকের উপর।
advertisement
advertisement
অভিনেত্রী ঋ সেনের জায়গায় যোগ দিচ্ছেন রিমঝিম মিত্র। সূত্রের খবর, বাদ পড়ছেন স্যান্ডি সাহা। আরিয়ান ভৌমিকই নায়ক থাকছেন। কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসুও সম্ভবত বাদ পড়তে চলেছেন। ভিক্টো ওরফে সিদ্ধান্ত আাপতত পুলিশি হেফাজতে থাকায় সিরিয়ালের পরিচালকও বদলে ফেলতে হয়েছে। পরিচালক হচ্ছেন রূপক দে।
advertisement
ভিক্টোর সঙ্গে সেই সকালে গাড়িতে উপস্থিত ছিলেন চ্যানেলটির কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। আরিয়ান বাদে কেউ আর ধারাবাহিকের সঙ্গে যুক্ত নেই আর। ঘটনার পর থেকে সেই গাড়ির ছবি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 11:30 AM IST