‘অভিনয়’ দিয়ে টলিউডে ডেবিউ করছেন রামকমল

অভিনয়ের পোস্টার (বাঁদিকে) ও রামকমল মুখোপাধ্যায় (ডানদিকে) ৷

অভিনয়ের পোস্টার (বাঁদিকে) ও রামকমল মুখোপাধ্যায় (ডানদিকে) ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: কলকাতার ছেলে ৷ কাজের সূত্রে মুম্বইয়ে বাস ৷ কয়েকটা দিন বাঙালি খানাপিনা না হলে অসহ্য় লাগে ৷ আবদার করেন কচিপাঁঠার পাতলা ঝোল সহযোগে ঝরঝরে সাদা ভাত খাওয়ার ৷ সাংবাদিকতা করেছেন বহু বছর ৷

    সেখান থেকে তাঁর ছবি পরিচালনায় আত্মপ্রকাশ ঘটেছে ‘কেকওয়াক’-এর হাত ধরে ৷ এক্কেবারে ঠিক ধরেছেন, রামকমল মুখোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে ৷ এই তো কিছুদিন আগে তিনি হেমা মালিনীর মেয়ে এষা দেওল তখতানিকে কাস্ট করে একটি শর্টফিল্ম বানিয়েছেন ৷ সেই ছবি মুক্তি পাওয়া শুধুই কিছু সময়ের অপেক্ষা ৷ এবার বাংলা ছবিতে হাত পাকাতে আসছেন রামকমল ৷ নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্প অবলম্বনে ‘অভিনয়’ হতে চলেছে রামকমলের প্রথম বাংলা ছবি। তাঁর সঙ্গে যৌথ ভাবে এই ছবি পরিচালনা করবেন অভ্র চক্রবর্তী।

    ram1

    পরিচালক অভ্র চক্রবর্তীর সঙ্গে রামকমল মুখোপাধ্যায় ৷ ছবি: অ্যাশর্টেড মোশন পিকচার্স ৷

    নরেন্দ্রনাথ মিত্রের গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের ‘মহানগর’ বাংলা চলচ্চিত্রে এক মাইলস্টোন বলা যায় ৷ জনপ্রিয় হিন্দি ছবি ‘সওদাগর’-এর গল্পও নেওয়া হয়েছিল তাঁর জনপ্রিয় গল্প ‘রাস’থেকে ৷ সে কারণেই কী পরিচালক নরেন্দ্র মিত্রের গল্পকে বেছে নিয়েছিলেন ? রামকমল জানালেন, ‘‘বরবারই  নরেন্দ্রনাথের গল্প পছন্দ ৷ তাঁর লেখায় সমসাময়িক প্রাসঙ্গিকতা খুঁজে পাই ৷’’ এই ছবিতে কারা অভিনয় করছেন, তা নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক ৷ বললেন,‘‘একটু ধৈর্য্য ধরো, সব জানতে পারবে ৷’’

    First published:

    Tags: Abhinoy, Bengali Film, Ram Kamal Mukherjee