Birsa-Bidipta: ভরা বর্ষায় পাহাড়ে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলেন বিদীপ্তা-বিরসা! স্যোশাল মিডিয়ায় শেয়ার করলেন আদুরে পোস্ট

Last Updated:

ছবি মুক্তি পরই একটু মুক্ত বাতাস নিতে স্ত্রীর সঙ্গে পাড়ি দিয়েছেন পাহাড়ে। কুয়াশার চাদরে ঢাকা জঙ্গুলে পাহাড়ি রাস্তায় একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে করেছেন ভালবাসার উৎযাপন, আর সেই ছবি পরিচালক শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।

ভরা বর্ষায় পাহাড়ে বাঁধ ভাঙা প্রেমে ভাসলেন বিদীপ্তা চক্রবর্তী এবং বিরসা দাশগুপ্ত। সদ্য মক্তি পেয়েছে বিরসা পরিচালিত নতুন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। দর্শকদের কাছ থেকে পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। আর ছবি মুক্তি পরই একটু মুক্ত বাতাস নিতে স্ত্রীর সঙ্গে পাড়ি দিয়েছেন পাহাড়ে। কুয়াশার চাদরে ঢাকা জঙ্গুলে পাহাড়ি রাস্তায় একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে করেছেন ভালবাসার উৎযাপন, আর সেই ছবি পরিচালক শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।
দুজনেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সারা বছর কাজে ব্যস্ত থাকেন তাঁরা। তাই হাতে একটু ফাঁকা সময় পেতেই হাঁটা দিয়েছেন পাহাড়ের পথে। আর সেই পথে চলার ফাঁকেই একে অন্যকে ভরে দিয়েছেন ভালবাসায়, তেমনই একটি আদুরে ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিরসা।
advertisement
advertisement
সেই ঘনিষ্ট মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে পরিচালক ক্যাপশনে লেখেন “ও যে মানে না মানা।” তাঁর সদ্য মুক্তি প্রাপ্ত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এ এই রবীন্দ্র সঙ্গীতেই প্রেমের জোয়ারে ভাসতে দেখা গিয়েছে ব্যোমকেশ-সত্যবতীকে। সেই নস্টালজিয়াই যেনো উস্কে দিলেন বিরসা।
advertisement
ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে রীতিমতো ভাইরাল। কয়েক ঘণ্টাতেই ২০০০-এর বেশি লাইক, অজস্র কমেন্ট। অনেকে যেমন তাঁদের প্রেমের এই উৎযাপন দেখে খুশি হয়েছেন অন্য দিকে থেকে বেশ কিছু বিরূপ মন্তব্যও ধেয়ে এসেছে। একজন লিখেছেন, ‘এটা কি যাদবপুর?’ আবার কারও মন্তব্য, ‘ডিরেক্টরদের কত কিছু করে শেখাতে হয় নতুনদের।’ আবার কেউ ঋদ্ধি-সুরঙ্গনার ছবির প্রসঙ্গ টেনে বলেন ‘কি অবস্থা! ঋদ্ধি-সুরঙ্গনাকে ভাল লেগেছিল, ওদের সময়ে এরম পোস্ট ঠিক আছে। আপনাদের বেমানান লাগছে।’
advertisement
কোন মন্তব্যেরই কোনও উত্তর দেননি তাঁরা। আপাতত তাঁরা পাহাড়ে ঘোরা উপভোগ করছেন। বিদীপ্তাকে বর্তমানে ‘তুঁতে’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। পাশাপাশি তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। অন্যদিকে বিরসা পরবর্তীতে কী করবেন সে বিষয়টি অবশ্য ধোঁয়াশায় রেখেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Birsa-Bidipta: ভরা বর্ষায় পাহাড়ে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলেন বিদীপ্তা-বিরসা! স্যোশাল মিডিয়ায় শেয়ার করলেন আদুরে পোস্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement