Once Upon a Time in Calcutta: 'সকলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, ঠিক কাজ করছি,' ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ছবি নির্বাচনে আদিত্য বিক্রমের প্রতিক্রিয়া
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা (Once Upon a Time in Calcutta) ছবিটির শ্যুট হয়েছে কলকাতাতে৷
#কলকাতা: ৭৮ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে আদিত্য বিক্রম সেনগুপ্তের (Aditya Vikram Sengupta: ) তৃতীয় বাংলা ছবি ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা (Once Upon a Time in Calcutta) ৷ ২০০০ সালে বুদ্ধদেব দাশগুপ্তের উত্তরা ছবির জন্য এই ফেস্টিভ্যাল থেকে পুরস্কার এসেছিল৷ তারপর কেটে গিয়েছে ২০ বছর৷ এবার এই একই বিভাগে আদিত্য বিক্রমের ছবি৷ খুব স্বাভাবিক ভাবে বাঙালিদের জন্যই গর্বের সময়৷ আদিত্য বিক্রম নিজেও News18 বাংলাকে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন যে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে তাঁর ছবির নির্বাচন নিঃসন্দেহে বিশেষ এক মুহূর্ত৷ কারণ তাঁর মতে সকলে মিলে যে পরিশ্রম করা হয়েছে এটি তারই স্বীকৃতি৷ আর তাঁদের কাজকে এভাবে মান্যতা দেওয়ার অর্থ হল সকলে মিলে ঠিক কিছু করা হয়েছে৷ আদিত্য বিক্রম কাজে বিশ্বাসী, একেবারে প্রচার বিমুখ৷ তাই তো খুব অল্প কথায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন৷
তবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে আদিত্য বিক্রম সেনগুপ্তের ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা নির্বাচিত হওয়ার পর থেকেই অন্যান্য পরিচালকরা প্রশংসায় পঞ্চমুখ৷ সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে সুমন ঘোষ, বৌদ্ধায়ন মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায় সকলেই অভিনন্দন জানিয়েছেন আদিত্য বিক্রমকে৷
ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা ছবিটির শ্যুট হয়েছে কলকাতাতে৷ ২০১৯-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলেছে শ্যুট৷ ছবিতে অভিনয় করেছেন ব্রাত্য বসু, শ্রীলেখা মিত্র৷ রয়েছেন পরিচালক আদিত্য বিক্রমের বাবাও৷

advertisement
advertisement
তাঁর প্রথম ছবি আসা যাওয়ার মাঝে আন্তার্জাতিক মহলে খুবই প্রশংসিত হয়েছিল৷ বিভিন্ন ফ্যাস্টিভ্যাল ঘুরে আসার পর প্রদর্শিত হয়েছিল কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে৷ দ্বিতীয় ছবি জোনাকি হলে রিলিজ হয়নি৷ তবে এক্ষেত্রে সিনেমা হলে ছবির মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালকের৷ কলকাতার গল্প দেখতে পাবে শহরের মানুষ৷ যদিও করোনা পরিস্থিতিতে কবে স্বাভাবিক ভাবে হলে ছবি দেখতে পারবেন দর্শক, সেটা বড় প্রশ্ন৷ তার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এই ছবি জাতীয় পুরস্কারের জন্য পাঠানোর ইচ্ছে রয়েছে পরিচালকের৷ একই সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পাঠাতে চান আদিত্য৷ সেখানে নির্বাচিত হলে দর্শকদের কাছে তিনি পৌঁছতে পারবেন৷ আপাতত আদিত্য বিক্রম সেনগুপ্তকে অনেক অভিনন্দন... এভাবেই তিনি দেশের ও শহরের নাম বিশ্ব চলচ্চিত্র জগতে উজ্জ্বল করুন, সেই শুভেচ্ছা রইল৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2021 9:40 PM IST