Once Upon a Time in Calcutta: 'সকলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, ঠিক কাজ করছি,' ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ছবি নির্বাচনে আদিত্য বিক্রমের প্রতিক্রিয়া

Last Updated:

ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা (Once Upon a Time in Calcutta) ছবিটির শ্যুট হয়েছে কলকাতাতে৷

#কলকাতা: ৭৮ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে আদিত্য বিক্রম সেনগুপ্তের (Aditya Vikram Sengupta: ) তৃতীয় বাংলা ছবি ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা (Once Upon a Time in Calcutta) ৷ ২০০০ সালে বুদ্ধদেব দাশগুপ্তের উত্তরা ছবির জন্য এই ফেস্টিভ্যাল থেকে পুরস্কার এসেছিল৷ তারপর কেটে গিয়েছে ২০ বছর৷ এবার এই একই বিভাগে আদিত্য বিক্রমের ছবি৷ খুব স্বাভাবিক ভাবে বাঙালিদের জন্যই গর্বের সময়৷ আদিত্য বিক্রম নিজেও News18 বাংলাকে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন যে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে তাঁর ছবির নির্বাচন নিঃসন্দেহে বিশেষ এক মুহূর্ত৷ কারণ তাঁর মতে সকলে মিলে যে পরিশ্রম করা হয়েছে এটি তারই স্বীকৃতি৷ আর তাঁদের কাজকে এভাবে মান্যতা দেওয়ার অর্থ হল সকলে মিলে ঠিক কিছু করা হয়েছে৷ আদিত্য বিক্রম কাজে বিশ্বাসী, একেবারে প্রচার বিমুখ৷ তাই তো খুব অল্প কথায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন৷
তবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে আদিত্য বিক্রম সেনগুপ্তের ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা নির্বাচিত হওয়ার পর থেকেই অন্যান্য পরিচালকরা প্রশংসায় পঞ্চমুখ৷ সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে সুমন ঘোষ, বৌদ্ধায়ন মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায় সকলেই অভিনন্দন জানিয়েছেন আদিত্য বিক্রমকে৷
ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা ছবিটির শ্যুট হয়েছে কলকাতাতে৷ ২০১৯-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলেছে শ্যুট৷ ছবিতে অভিনয় করেছেন ব্রাত্য বসু, শ্রীলেখা মিত্র৷ রয়েছেন পরিচালক আদিত্য বিক্রমের বাবাও৷
advertisement
advertisement
তাঁর প্রথম ছবি আসা যাওয়ার মাঝে আন্তার্জাতিক মহলে খুবই প্রশংসিত হয়েছিল৷ বিভিন্ন ফ্যাস্টিভ্যাল ঘুরে আসার পর প্রদর্শিত হয়েছিল কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে৷ দ্বিতীয় ছবি জোনাকি হলে রিলিজ হয়নি৷ তবে এক্ষেত্রে সিনেমা হলে ছবির মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালকের৷ কলকাতার গল্প দেখতে পাবে শহরের মানুষ৷ যদিও করোনা পরিস্থিতিতে কবে স্বাভাবিক ভাবে হলে ছবি দেখতে পারবেন দর্শক, সেটা বড় প্রশ্ন৷ তার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এই ছবি জাতীয় পুরস্কারের জন্য পাঠানোর ইচ্ছে রয়েছে পরিচালকের৷ একই সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পাঠাতে চান আদিত্য৷ সেখানে নির্বাচিত হলে দর্শকদের কাছে তিনি পৌঁছতে পারবেন৷ আপাতত আদিত্য বিক্রম সেনগুপ্তকে অনেক অভিনন্দন... এভাবেই তিনি দেশের ও শহরের নাম বিশ্ব চলচ্চিত্র জগতে উজ্জ্বল করুন, সেই শুভেচ্ছা রইল৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Once Upon a Time in Calcutta: 'সকলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, ঠিক কাজ করছি,' ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ছবি নির্বাচনে আদিত্য বিক্রমের প্রতিক্রিয়া
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement