‘ওম পুরীর স্ত্রী ও ছেলের পাশে থাকতে চাই’: দীপ্তি নাভাল

Last Updated:

প্রয়াত অভিনেতা ওম পুরী ৷ ৬৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ওম পুরী ৷ শুক্রবার মুম্বইতে নিজের বাসভবনে

#মুম্বই: প্রয়াত অভিনেতা ওম পুরী ৷ ৬৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ওম পুরী ৷ শুক্রবার মুম্বইতে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওম পুরী ৷ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নন্দিতা পুরী ৷
সকালেই ওম পুরীর মৃত্যুর খবর পান অভিনেত্রী দীপ্তি নাভাল ৷ ওম পুরীর সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন তিনি ৷ ওম পুরীর প্রয়াণের খবর পেয়ে শোকস্তব্দ দীপ্তি নাভাল ফেসবুকে করলেন শোকপ্রকাশ !
ফেসবুকে তিনি লিখলেন, ‘বিশ্বাসই করতে পারছি না ৷ আমি হতবাক ৷ ওমজি নেই ! এত অল্প সময়ে তিনি চলে গেলেন ৷ এখনও তো কত কাজ করার ছিল ৷ আরও কত দেওয়ার ছিল ভারতীয় সিনেমাকে ৷ এভাবে কেউ চলে যেতে পারে নাকি ? আমি ওঁর স্ত্রী নন্দিতা ও ইশানের পাশে থাকতে চাই ৷ আমার কাছে কোনও শব্দ নেই ৷ আমি শোকস্তব্দ !’
advertisement
advertisement
om puri om
ফেসবুকে দীপ্তি লিখলেন, ‘আমি ওম পুরীকে খুবই কাছ থেকে দেখেছি ৷ কতটা মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, তা আমি জানতাম ৷ এখন শুধুই আমরা প্রার্থনা করতে পারি ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ অদ্ভুত লাগছে৷ প্রায় ৩০ বছর ধরে আপনার প্রতিবেশি ছিলাম আমি !’
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ওম পুরীর স্ত্রী ও ছেলের পাশে থাকতে চাই’: দীপ্তি নাভাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement