Dipika Chikhlia: সীতার পরনে স্কার্ট! রে-রে করে উঠলেন রাম ভক্তরা, শেষমেশ কী করলেন দীপিকা

Last Updated:

Dipika Chikhlia :রামায়ণ এতটাই জনপ্রিয় হয়েছিল যে, চরিত্রদের নামেই অভিনেতারা বেশি পরিচিতি পেয়েছিলেন। আজও যেমন দীপিকাকে সীতা হিসেবেই দর্শক বেশি চেনেন।

সীতার পরনে স্কার্ট! রে-রে করে উঠলেন রাম ভক্তরা, শেষমেশ কী করলেন দীপিকা
সীতার পরনে স্কার্ট! রে-রে করে উঠলেন রাম ভক্তরা, শেষমেশ কী করলেন দীপিকা
#মুম্বই: এক সময়ে টেলিভিশনে রামায়ণ দেখা ছিল মানুষের অন্যতম আকর্ষণ। ৮ এর দশকে রামানন্দ সাগরের পরিচালিত রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করতেন দীপিকা চিখালিয়া। এই রামায়ণ এতটাই জনপ্রিয় হয়েছিল যে, চরিত্রদের নামেই অভিনেতারা বেশি পরিচিতি পেয়েছিলেন। আজও যেমন দীপিকাকে সীতা হিসেবেই দর্শক বেশি চেনেন। সেই সীতা অর্থাৎ দীপিকা এবার জড়ালেন বিতর্কে। তাঁকে দেখে রে রে করে উঠলেন রাম ভক্তরা।
সীতার পরনে স্কার্ট। চিরকাল শাড়ি পরিহিত সীতাকে এই বেশে দেখে রীতিমতো রেগে আগুন হন ভক্তরা। রবিবার নিজের বান্ধবীদের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দীপিকা। ছবিতে তাঁর পরনে দেখা যাচ্ছে, কালো স্কার্ট, সাদা শার্ট ও সাদা রঙের একটি স্নিকার্স। বান্ধবীদের সঙ্গে সেই পার্টির ছবি শেয়ার করে দীপিকা লিখেছিলেন, "রবিবার স্কুলে যাচ্ছি।" আর এই ছবির জন্যই তুমুল ট্রোলড হতে শুরু করেন তিনি।
advertisement
advertisement
কেউ কমেন্ট করেন, "এ কেমন সীতা মা!" কেউ আবার লেখেন, "এটা আপনার কোন অবতার? দুঃখিত! এটা দেখে মোটেই ভাল লাগল না।" আর একজন লিখছেন, "আপনার হাতে এটা কী ড্রিংক?" এক ভক্তের কথায়, "দীপিকাজি আপনার এই পোশাক পরা উচিত নয়। আপনাকে আমরা দেবীর দরজা দিয়েছি।" এই সব কমেন্ট দেখে ছবিটি ডিলিট করতে বেশি সময় নেননি দীপিকা।
advertisement
প্রসঙ্গত, ১৯৯১ সালে ব্যবসায়ী হেমন্ত টোপিওয়ালার সঙ্গে বিয়ে করেন দীপিকা। তিনি এখন দুই সন্তান নিধি ও টোপিওয়ালা ও জুহি টোপিওয়ালার মা। কিন্তু আজও দর্শক তাঁকে সীতা রূপেই চেনেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dipika Chikhlia: সীতার পরনে স্কার্ট! রে-রে করে উঠলেন রাম ভক্তরা, শেষমেশ কী করলেন দীপিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement