#কলকাতা: সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া, সকলের কাছে যেন ব্যক্তিগত ক্ষতি। মন খারাপ কিছুতেই ভাল হচ্ছে না। এরই মধ্যে আজ, শুক্রবার ওয়েবে মুক্তি পাচ্ছে অভিনেতার শেষ ছবি 'দিল বেচারা'। প্রাণবন্ত সুশান্তকে দেখার জন্য মুখিয়ে দর্শকরা।
ছবি মুক্তি প্রতি শুক্রবারই হয়ে থাকে। আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেত। নতুন ট্রেন্ড ওয়েব। তবে ২৪ জুলাই শুধু ছবি মুক্তি নয়। ছবির আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকা, দর্শকের আবেগের মুক্তিও বটে। ওয়েবে রিলিজ করছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'। অভিনেতার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। সুশান্তের মৃত্যুর ৪০ দিন পরও এই ক্ষত খুব টাটকা। কেন অসময়ে চলে যেতে হল তাঁকে, সে প্রশ্নের উত্তর চায় গোটা দেশ।
এই খারাপ লাগা কিছুটা হলেও লঘু করলেন সুশান্ত নিজেই। তাঁর শেষ ছবি 'দিল বেচারা'-র মাধ্যমে বিনোদন দিতে হাজির তিনি। সুশান্তের সেই নিষ্পাপ হাসি, সরল চাহনি, সাবলিল অভিনয়, দর্শকের চোখে জল আনবে ঠিকই। সঙ্গে ঠোঁটের কোণায় মৃদু হাসিও আনবে।
মুকেশ ছাবড়ার প্রথম পরিচালিত ছবি 'দিল বেচারা'। এই ছবি দিয়েই নায়িকা হিসেবে ইনিংস শুরু করতে চলেছেন সঞ্জনা। তবে এই সময় এই ছবি মুক্তি পাওয়ানোর পিছনে বাণিজ্যিক কারণও রয়েছে। দর্শকের আবেগ কাজে লাগিয়ে প্রযোজক, পরিচালকের লক্ষ্মীলাভ খানিক বেশি হবে, তা অস্বীকার করার কোনও জায়গা নেই। শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ডিজনি হটস্টারে রিলিজ করছে ছবিটি ৷
মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ, নেপটিজম, ক্যাম্প ফাইট, তাঁর ছবি দেখার জন্য দর্শকের আগ্রহ- অলক্ষে সবই দেখছেন সুশান্ত। মনে মনে ভাবছেন, এর অর্ধেক সহমর্মিতা কেউ দেখালে, হয়তো আমায় চলে যেতে হত না।