দিল বেচারা’র গুগল সার্চ সব থেকে বেশি! দেখে নিন কোন দশটি ভারতীয় ছবি রয়েছে শীর্ষে
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
প্রথম দশটি সর্বাধিক সার্চ হওয়া ছবির তালিকায় দিল বেচারা ছাড়াও রয়েছে, অজয় দেবগণের তানাজি, অক্ষয় কুমারের লক্ষ্মী, অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা-অভিনীত গুলাবো সিতাবো।
চলতি বছরে গুগলে সব থেকে বেশি সার্চ করা হয়েছে কোন সিনেমা, জানেন কি? গুগলের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী, ২০২০ তে ভারতে ট্রেন্ডিং চার্টের শীর্ষে রয়েছে সুশান্ত সিং রাজপুত-অভিনীত দিল বেচারা।
প্রথম দশটি সর্বাধিক সার্চ হওয়া ছবির তালিকায় দিল বেচারা ছাড়াও রয়েছে, অজয় দেবগণের তানাজি, অক্ষয় কুমারের লক্ষ্মী, অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা-অভিনীত গুলাবো সিতাবো। দেখে নিন প্রথম দশের তালিকায় কোন কোন ছবি রয়েছে।
দিল বেচারা
advertisement
গত বছর নভেম্বরে, এই ছবির গানের প্রিমিয়ার হয়েছিল ডিজনি+হটস্টারে। এর কয়েক মাস পরেই অভিনেতা সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর মুম্বই-এর বাড়িতে। মুকেশ ছাবড়ার পরিচালিত এই ছবিতে সুশান্তের সহ-অভিনেত্রী ছিলেন সঞ্জনা সংঘি। দ্য ফল্ট ইন আওয়ার স্টারস নামের একটি উপন্যাসের গল্প নিয়েই তৈরি এই ছবি। অতিমারীর জেরে, মুক্তি পেতে দেরি হচ্ছিল এই তামিল ছবির। অবশেষে নভেম্বরে মুক্তি পায় আমাজন প্রাইমে।
advertisement
তানাজি
জানুয়ারি মাসে, লকডাউনের আগেই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত এই ছবি। শিবাজীর সেনা প্রধানের জীবন নিয়ে তৈরি এই ছবি।
শকুন্তলা দেবী
গত জুলাই মাসে, আমাজন প্রাইমে মুক্তি পায় বিদ্যা বলান অভিনীত এই ছবি। অঙ্কের জিনিয়াস শকুন্তলা দেবীর জীবন নিয়ে তৈরি।
গুঞ্জন সাক্সেনাঃ দ্য কার্গিল গার্ল
advertisement
অগাস্ট মাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি। ভারতীয় বায়ু সেনার তরফ থেকে এই ছবি নিয়ে আপত্তি জানানো হয়। শুরু হয় বিতর্ক।
সড়ক ২
৯০-এর দশকের সাদাক ছবির সিক্যুয়েল এই ছবি পরিচালনা করেছেন মহেশ ভাট এবং অভিনয় আলিয়া ভাটের। অগাস্টে মুক্তি পেয়েছে ডিজনি+হটস্টারে।
বাঘি ৩
টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর এবং রিতেশ দেশমুখ-অভিনীত এই ছবি সিনেমা হলে মুক্তি পেয়েছিল লকডাউনের আগেই।
advertisement
এক্সট্র্যাকশন
নেটফ্লিক্সের এই অ্যাশন-থ্রিলার মুক্তি পেয়েছে গত এপ্রিল মাসে। অভিনয়ে ছিলেন রণদীপ হুডা, পংকজ ত্রিপাঠি এবং ক্রিস হেমসওয়ার্থ।
গুলাবো সিতাবো
অনলাইন প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে জুন মাসে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি।
Antara Dey
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2020 1:01 AM IST