#মুম্বই: সেই ইনোসেন্ট হাসি। উসকো খুসকো চুল। মন ভোলানো ভাললাগা। মৃত্যুর ৪০ দিন পর ফিরে এলেন সুশান্ত সিং রাজপুত। ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেল সুশান্ত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'। মানুষের মনে প্রবেশ করার রাস্তা যেন তাঁর জানা। নিজের অভিনয়ে মজিয়ে রেখেছিলেন দর্শককে। চলে গিয়েও কেমন যেন মায়ার বাঁধনে সকলকে আটকে রেখেছেন তিনি।
শুক্রবার, ২৪ জুলাই, সাড়ে সাতটা বাজতেই ঝড়ের গতিতে দর্শক সংখ্যা বেড়ে যায় হটস্টারের। ছবি মুক্তির তিন ঘন্টার মধ্যে 'দিল বেচারা'-কে ১০/১০ রেটিং দিল আইএমডিবি। সুশান্ত-ভক্তরা ইতিমধ্যেই ছবির প্রশংসায় পঞ্চমুখ। ছবিটির জন্য আবেগে ভরে উঠছে জনা কয়েক বলিউড তারকারাও। ছবি মিক্তি পাওয়ার আগে অনেক তারকারা তাঁদের নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে দিল বেচারার ছবির পোস্টার শেয়ার করে সকলকে একসঙ্গে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছিলেন। ছবিটি মুক্তি পেতেই সেলিব্রিটিরা নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়তে।
Could only think of Sushant’s family & loved ones as I watched #DilBechara . Some of those scenes & conversations were difficult to watch. Felt too close to reality. Hope u feel all the love Sushant. It’s like you’ve become a million stars and entered all our hearts .
Just finished #DilBechara and it’s left me so numb. Hug your loved ones tell them you love them. Speak to them laugh with them cry with them. You just don’t know when you will get that time with them again. Make those moments count.
Felt so heavy while watching him.. his energetic soul and that that smile.. Couldn’t stop my tears.. so many memories.. felt sooo real while seeing him in the reel..
Beautiful message and on that note #Seri my friend.. #LoveYou#DilBechara#SushantSinghRajputpic.twitter.com/tn6vqzmq97
Watched #DilBechara in intervals as it was hard to watch in one go.
I had met Sushant once during IIFA Awards, NY
He was so human and yet so much God-like.
He is left all of us alone somewhere.
So much left in pain-incomplete#RIP
Thank you @CastingChhabra team for this legacy pic.twitter.com/5uTjaCj2Hv
সুশান্তের মৃত্যু রহস্যের কিনারা ঠিকই হবে, এক না এক দিন। তবে ঈশান, সরফরাজ, মনসুর, অনিরুদ্ধ, ম্যানি-র হাসি মুখ চিরদিনের জন্য খোদাই হয়ে রয়ে যাবে দর্শকের মনে।