শীঘ্রই বাবা হতে চলেছেন বরুণ ধাওয়ান? সলমনের ইঙ্গিতে জল্পনা তুঙ্গে বলিপাড়ায়

Last Updated:

Salman Khan on Varun Dhawan : আলিয়া থেকে বিপাশা একের পর এক মায়ের কোল আলো করে আসছে সন্তান। এখানেও রয়েছে এমনই এক খুশির খবরের ইঙ্গিত!

#মুম্বই: বি-টাউনে এখন খুশির মরশুম। আলিয়া থেকে বিপাশা একের পর এক মায়ের কোল আলো করে আসছে সন্তান। এখানেও রয়েছে এমনই এক খুশির খবরের ইঙ্গিত!
সলমন খান ইঙ্গিত দিয়েছেন যে বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল শীঘ্রই এক সন্তানের আশা করতে পারেন। বরুণ তাঁর সহ-অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে 'ভেদিয়া' প্রচার করতে বিগ বস ১৬-এ হাজির হন। এই জুটি সেইখানে সলমনের সঙ্গে কিছু মজাদার গেম খেলেন। একটি মজার সেগমেন্টে, সলমন বরুণের হাতে একটি সফট টয় তুলে দেন। বরুণ তাঁকে জিজ্ঞেস করলেন এটা দিয়ে তিনি কি করবেন? যার জবাবে সলমন তড়িঘড়ি বলেন, ''ইয়ে আপকে বাচ্চে কে লিয়ে। (এটি আপনার বাচ্চার জন্য)।" বরুণ লজ্জা পেতে শুরু করেন এবং প্রতিক্রিয়া জানায়, "বাচ্চা হুয়া নাহি হ্যায় অভি (আমার এখনও বাচ্চা হয়নি)।" কিন্তু খান আরও নিশ্চিত করেছেন এবং রসিকতা করেছেন যে, "ইয়ে আয়া হ্যায় তো বাচ্চা ভি আ হি। যায়গা (যদি খেলনা বাড়িতে আসে, একটি শিশুও শীঘ্রই বাড়িতে আসবে)।"
advertisement
advertisement
এখন প্রশ্ন, নাতাশা কি ইতিমধ্যেই গর্ভবতী? নাকি এই সলমন কিছু শুভকামনা পাঠাচ্ছেন যাতে সন্তানের জন্য অনুপ্রাণিত হন তাঁরা? বরুণ এবং নাতাশা ২০২১-এর জানুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন। খান তাঁর শোতে বেশ কিছু গোপনীয়তা প্রকাশ করছেন এর আগেও। তিনি সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের ইঙ্গিতও দিয়েছিলেন যখন সিদ্ধার্থ দীপাবলির সময় 'থ্যাঙ্ক গড' প্রচার করতে 'বিগ বস'-এ উপস্থিত ছিলেন।
advertisement
তাই ভক্তরা এখন জানতে আগ্রহী যে এই মজাদার কৌতুকের পিছনে কোনও সত্যি আছে কিনা। প্রসঙ্গত, বরুণ ও কৃতি অভিনীত 'ভেদিয়া' মুক্তি পাচ্ছে ২৫ নভেম্বর।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শীঘ্রই বাবা হতে চলেছেন বরুণ ধাওয়ান? সলমনের ইঙ্গিতে জল্পনা তুঙ্গে বলিপাড়ায়
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement