Mishmee-Biswabasu: লাল-সাদা বেনারসি আর কমলা পাঞ্জাবীর মিলন, বিয়ে করলেন মিশমি আর বিশ্বাবসু?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
পাত্রের মুখে একগাল হাসি। পাত্রী অবশ্য ব্যাঁকা হাসিতেই দেখা দিয়েছেন। কী ব্যাপার?
#কলকাতা: বিয়ে সেরে নিলেন বিশ্বাবসু বিশ্বাস আর মিশমি দাস? বর-কনের গলায় বরমালা। কনে সেজেছেন লাল-সাদা বেনারসিতে। মাথায় সিঁদুর। বরের পরনে কমলা পাঞ্জাবী আর মাথায় টোপর। পাত্রের মুখে একগাল হাসি। পাত্রী অবশ্য ব্যাঁকা হাসিতেই দেখা দিয়েছেন। কী ব্যাপার? বিয়ে করে চলে এলেন 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের নয়া জুটি? বিয়ে হল বটে, তবে বিশ্বাবসুর আর মিশমির নয়। ভিকি আর রিনির। ধারাবাহিকের খলনায়িকাকে ধারাবাহিকের নায়িকার বাড়িতে এনে তুলল ভিকি। 'এই পথ যদি না শেষ হয়' নয়া মোড়!
মিস রিটা যে আসলে রিনি, যে কিনা ঊর্মির জীবন নরক করে তুলেছিল, সে খবর রাখেনি ঊর্মির দাদা, ভিকি। এর আগেও সুমন আর মুমুদিদির আশীর্বাদে মুম্বইয়ের হিরোইন বলে রিনিকে ঊর্মির শ্বশুরবাড়িতে এনেছিল ভিকি। সেখানে আবার নাচও করে রিনি। তাতে রেগে যায় ঊর্মি। খুড়তুতো দাদাকে বোঝানোর চেষ্টা করে যে এই সেই রিনি! কিন্তু দাদা তো প্রেমে পাগল। বোনের কথা কে শোনে! বিশ্বাসই করেনি সে।
advertisement
advertisement
তার ফল ফলবে আগামী পর্বে। এই ধারাবাহিকের নতুন প্রোমোতে এ কথা স্পষ্ট যে, ভিকির বউকে বরণ করতে গিয়ে চমকে উঠেছে ঊর্মি। এই মেয়েই তো তার এবং সাত্যকির মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছিল। তাকেই আবার নিজের বাড়িতে বরণ করে তুলতে হবে! কী ভাবে দাদাকে বোঝাবে সে? কী ভাবেই বা রিনির অসৎ বুদ্ধির থেকে পার পাবে? ভিকির কাণ্ডে অসহায় ঊর্মি।
advertisement
এ দিকে রিনির ব্যাঁকা হাসিই বলে দিচ্ছে, ভিকিকে বোকা বানিয়ে এই বাড়িতে পা রেখে নয়া মতলব কষছে সে। কিন্তু কী করবে? এখন সেই উত্তরের অপেক্ষায় এই ধারাবাহিকের দর্শকেরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2022 11:53 PM IST