বলিউড তারকাদের টিকা নেওয়ার ছবিতে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে ৷ কিন্তু তিনি টিকা নেননি৷ জানিয়েছেন দিয়া মির্জা ৷ অন্তঃসত্ত্বা নায়িকা ব্যাখ্যাও করেছেন টিকা থেকে তাঁর দূরে থাকার কারণ৷ ট্যুইটারে তিনি জানিয়েছেন তাঁর চিকিৎসক আপাতত তাঁকে টিকা নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন ৷ দিয়া লিখেছেন, ‘‘ভারতে এই মুহূর্তে যে দুটি টিকা চলছে, সেগুলির একটাও গর্ভবতী মহিলা বা স্তন্যপান করাচ্ছেন এমন মহিলাদের উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়নি ৷ তাই যত ক্ষণ না পর্যন্ত তাঁদের উপর এই টিকা দুটির পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে, তত দিন আমার চিকিৎসক আমাকে টিকাগ্রহণের অনুমতি দেননি৷’’
তবে নিজে টিকা না নিলেও দেশের কোভিড পরিস্থিতি নিয়ে দিয়া সহমর্মী ৷ একটি পোস্টে তিনি বলেছেন, ‘‘আমাদের দেশের শিশুরা এই পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত৷ অনেকেই কোভিডে তাদের বাবা মাকে হারিয়েছে ৷’’ তিনি কিছু সংস্থার সন্ধানও দিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, যারা অনাথ শিশুদের দেখভাল করে ৷ পাশাপাশি, সামাজিক মাধ্যমে টিকার গুরুত্ব নিয়েও বলেছেন তিনি ৷ জোর দিয়েছেন ডবল মাস্ক পরা এবং বাড়িতে সুরক্ষিত থাকার উপর ৷
This is really important. Must read and also note that none of the vaccinations currently being used in India have been tested on pregnant and lactating mothers. My doctor says we cannot take these vaccines until required clinical trials have been done. https://t.co/eDtccY54Z1
— Dia Mirza (@deespeak) May 16, 2021
এ বছর ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া ৷ সাহিল সঙ্ঘের সঙ্গে এগারো বছরের দাম্পত্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এটা দিয়ার দ্বিতীয় বিয়ে৷ এপ্রিল মাসে নায়িকা জানান, তিনি মা হতে চলেছেন ৷ ‘রহেনা হ্যায় তেরে দিল মেঁ-সহ বহু জনপ্রিয় ও বক্স অফিস সফল ছবির নায়িকা দিয়াকে শেষ বার দেখা গিয়েছে ‘থাপ্পড়’ ছবিতে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Coronavirus, Covid 19 Vaccination, Dia Mirza