Dhoom Dham Review: ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধির ‘ধুম ধাম’ কেমন হল? রিভিউ দিলেন হনসল মেহতা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
এই ছবির ওটিটি যাত্রা শুরু হওয়ার পর থেকেই স্বনামধন্য পরিচালক হনসল মেহতা একটি রিভিউ দিয়েছেন। বিষয়টিকে ‘টোটাল রায়ট’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
মুম্বই: গত ১৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধির কমেডি অ্যাডভেঞ্চার ছবি ‘ধুম ধাম’। ঋষভ শেঠ পরিচালিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক নববিবাহিত দম্পতিকে ঘিরে। ভুল পরিচয়ের জেরে বিয়ের রাত থেকেই পালাতে থাকতে হয় তাঁদের। এই ছবির ওটিটি যাত্রা শুরু হওয়ার পর থেকেই স্বনামধন্য পরিচালক হনসল মেহতা একটি রিভিউ দিয়েছেন। বিষয়টিকে ‘টোটাল রায়ট’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে এই ছবির পোস্টার ভাগ করে নিয়ে হনসল লিখেছেন, “১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ধুম ধাম’। এটা আসলে ‘টোটাল রায়ট’। এটা প্রেক্ষাগৃহে আসা উচিত ছিল। এই উপভোগ্য যাত্রায় অ্যাকশন, কমেডি, প্রেম এবং মজার এক দারুণ মিশেল ঘটেছে।”
ছবিতে ইয়ামি এবং প্রতীকের অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে হনসল মেহতা আরও বলেন, “ইয়ামি গৌতম আলাদা ভাবে নজর কেড়েছেন। তিনি ফাটাফাটি। তাঁকে আরও বেশি বেশি করে দেখতে চাই। দুর্দান্ত ভাবে অভিনয় চালিয়ে গিয়েছেন প্রতীক গান্ধি। ‘মাডগাঁও এক্সপ্রেস’-এর কোকেনের দৃশ্যের পরে আরও একটি বড় চমক এখানে রয়েছে! সব শেষে তিনি আরও বলেন যে, ঋষভ শেঠ, আদিত্য ধর এবং গোটা টিমের জন্য রইল অভিনন্দন এবং শুভ কামনা।” অন্যদিকে এই স্টোরি রিশেয়ার করে ইয়ামি লিখেছেন, “ধন্যবাদ স্যার।”
advertisement
advertisement
সম্প্রতি ‘ধুম ধাম’ ছবিতে অভিনেত্রীর স্বগতোক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রোজকার হয়রানি থেকে শুরু করে বিয়ের জন্য চাপ এবং বিয়ের পর সন্তান জন্ম দেওয়া নিয়ে অন্যদের প্রত্যাশা পর্যন্ত মহিলাদের নিত্যনৈমিত্তিক লড়াই নিয়েই স্বগতোক্তি করেছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে News18 Showsha-র কাছে ইয়ামি বলেন যে, “এমনকী ওই বক্তব্য দু’টি শব্দের হলেও মহিলা হিসেবে আমরা অনেকেই এর সঙ্গে মিল খুঁজে পাই। আপনারাও এর সঙ্গে মিল পাবেন। এটা আসলে সেই সমস্ত আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করার পাশাপাশি যতটা সম্ভব সকলের মতামত শোনার এবং সেগুলিকে একত্রিত করার একটি বিষয়।”
advertisement
সম্প্রতি মুম্বইয়ে বেশ জাঁকজমক করেই ‘ধুম ধাম’ ছবির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। বি-টাউনের একাধিক ব্যক্তিত্বই সেখানে এসেছিলেন। ওই স্ক্রিনিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রণবীর সিং, অবিনাশ তিওয়ারি, ইন্দ্র কুমার, ওম রাউত, অরফিন খান এবং সারা অরফিন খানের মতো ব্যক্তিত্বরা।
কাজের দিক থেকে অবশ্য পরবর্তী প্রজেক্টের কথা ঘোষণা করেননি ইয়ামি। অন্যদিকে প্রতীক গান্ধিকে দেখা যাবে আসন্ন ওয়েব সিরিজ ‘সারে জাহাঁ সে আচ্ছা’-য়। খুব শীঘ্রই নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে এই ওয়েব সিরিজের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2025 6:02 PM IST