Karan Johar: আবারও রোম্যান্সে ফিরতে চাইছেন করণ জোহর, অ্যাকশনের তুলনায় আদৌ কি তাতে বেশি আয় হবে? ব্যাখ্যা দিচ্ছে ধর্মা বক্স অফিস

Last Updated:

Karan Johar: সেই সঙ্গে ভক্তদের আশ্বাস দিয়ে করণ এ-ও জানালেন যে, তিনি পরিচালকের ভূমিকায় আবারও অবতীর্ণ হতে চান। আর আবারও ‘ওল্ড-ফ্যাশনড’ হিন্দি ছবি তৈরি করতে চাইছেন।  

News18
News18
মুম্বই: বর্তমানে যেন রুপোলি দুনিয়ায় অ্যাকশন ঘরাণার ছবিরই যেন বাড়বাড়ন্ত! এই প্রসঙ্গে ধর্মা প্রোডাকশনের প্রধান করণ জোহর সম্প্রতি রীতিমতো উস্কে দিয়েছেন বিতর্ক। তাঁর বক্তব্য, বলিউডের ছবি নির্মাতাদের নিজেদের শিকড় অর্থাৎ রোম্যান্টিক ধারার ছবিতেই ফিরে যাওয়া উচিত। কারণ রোম্যান্টিক ঘরাণার ক্ষেত্রেই সেরা তাঁরা। আর দক্ষিণী ছবির দুনিয়ার পরিচালকরা আবার দুর্দান্ত অ্যাকশনধর্মী ছবি বানানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত! সেই সঙ্গে ভক্তদের আশ্বাস দিয়ে করণ এ-ও জানালেন যে, তিনি পরিচালকের ভূমিকায় আবারও অবতীর্ণ হতে চান। আর আবারও ‘ওল্ড-ফ্যাশনড’ হিন্দি ছবি তৈরি করতে চাইছেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে ধর্মা-র মতো প্রযোজনা সংস্থার জন্য কি তেমন সাফল্য আনতে পারছে না অ্যাকশন-ধর্মী ছবি? আর করণ যদি রোম্যান্টিক ঘরাণার ছবি বানান, তাহলে কি সেই তুলনায় বেশি অর্থ আসতে পারে? সেটাই জেনে নেওয়া যাক। প্রসঙ্গত, ধর্মা প্রোডাকশনস-এর ব্যানারে মুক্তি পাওয়া শেষ ৫টি ছবি হল ‘জিগরা’, ‘যোধা’, ‘কিল’, ‘সূর্যবংশী’ এবং ‘সিম্বা’। এগুলির প্রত্যেকটিকেই প্রায় অ্যাকশন ঘরাণার বলা যেতে পারে। ‘জিগরা’ ছবির বাজেট ছিল ৮০ কোটি টাকা। তবে সারা বিশ্বে এর কালেকশন হয়েছে ৫৬.৯ কোটি টাকা। অন্যদিকে ‘যোধা’-র বাজেট ছিল ৫৫ কোটি টাকা। আর সারা বিশ্বে এর মোট সংগ্রহ হয়েছে ৫৩.৫ কোটি টাকা।
advertisement
advertisement
আবার এদিকে ‘কিল’ ছবির বাজেট ছিল ৪০ কোটি টাকা। আর এটি সারা বিশ্বে আয় করেছে মোট ৪৭.২৫ কোটি টাকা। ‘সূর্যবংশী’ ছবির বাজেট ছিল ১৬০ কোটি টাকা। আর এর বিশ্বব্যাপী সংগ্রহ হয়েছে ২৯৩ কোটি টাকা। তবে ‘সিম্বা’ ছবির বাজেট ছিল ৮০ কোটি টাকা। আর বিশ্বব্যাপী এর আয় হয়েছে প্রায় ৩৯০ কোটি টাকা।
advertisement
তবে এখানে ইচ্ছাকৃত ভাবেই ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান–শিবা’ এবং ‘লাইগার’ ছবিকে বাদই রাখা হয়েছে। আসলে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে ঠিকই, তবে এটি ফ্যান্টাসি ধারার ছবি! আবার ‘লাইগার’ ছবিটিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ এটি যৌথ ভাবে প্রযোজনা করেছে তেলুগু প্রযোজনা সংস্থা পুরি কানেক্টস।
advertisement
আবার ধর্মা প্রোডাকশনসের মুক্তি পাওয়া শেষ ৫টি রোম্যান্টিক (কমেডি এবং ড্রামা উভয়) ছবি হল – ‘ব্যাড নিউজ’, ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’, ‘যুগযুগ জিও’, ‘গুড নিউজ’ এবং ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’। তবে ‘ধড়ক ২’ ছবিটি যেহেতু বক্স অফিসের দৌড় সম্পন্ন করতে পারেনি, তাই সেটিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মূলত স্পোর্টস ড্রামা হওয়ার দরুন ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিকেও তালিকায় রাখা হয়নি।
advertisement
এদিকে ‘ব্যাড নিউজ’-এর বাজেট ছিল ৮০ কোটি টাকা। তবে বিশ্বব্যাপী এই ছবির সংগ্রহ ১১৩.৭৫ কোটি টাকা। ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’-র বাজেট ছিল ১৬০ কোটি টাকা। আর এর বিশ্বব্যাপী আয় হয়েছে ৩৫৭.৫ কোটি টাকা। ‘যুগযুগ জিও’ ছবিটি তৈরি করা হয়েছে ১০০ কোটি টাকা বাজেটে। বিশ্বব্যাপী এর সংগ্রহ ১৩৯.৫ কোটি টাকা। ‘গুড নিউজ’ ছবি তৈরি হয়েছিল ৭০ কোটি টাকা বাজেটে। আর সারা বিশ্বে এর আয় হয়েছে ৩১৬ কোটি টাকা। আবার ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির বাজেট ছিল প্রায় ৮০ কোটি টাকা। আর ছবিটি সারা বিশ্বে আয় করেছিল ৯৫.৫০ কোটি টাকা।
advertisement
অ্যাকশন না কি রোম্যান্স ঘরাণা? কোন ধারার ছবির আয় বেশি?
ধর্মা-র অ্যাকশন ঘরাণার ছবির গড় বাজেট ছিল ৮৫ কোটি টাকা। আর গড়ে গোটা বিশ্বব্যাপী বক্স অফিসে এই ধরনের ছবি আয় করেছে ১৬৮.১৩ কোটি টাকা। ফলে বোঝাই যাচ্ছে, এই ছবি থেকে আসা রিটার্ন বাজেটের তুলনায় ২.০২ গুণ বেশি।
আর রোম্যান্টিক ঘরাণার ছবির কথা বলতে গেলে এই ধরনের ছবিগুলির গড় বাজেট ছিল ৯৮ কোটি টাকা। আর গোটা বিশ্বের বক্স অফিসে এর গড় সংগ্রহ হয়েছে ২০৪.৪৫ কোটি টাকা। আর রিটার্নের হিসাবের কথা বলতে গেলে বাজেটের তুলনায় ২.০৯ গুণ রিটার্ন এসেছে এই ধারার ছবিতে। (গ্রস/বাজেট রেশিও একটি ছবির আর্থিক কর্মক্ষমতা পরিমাপ করে এবং বলে রাখা ভাল যে, ছবিটি বক্স অফিসে কত বার তার নির্মাণ খরচ ফেরত পেয়েছে।)
advertisement
ফলে বোঝাই যাচ্ছে যে, অ্যাকশন ঘরাণার ছবির তুলনায় রোম্যান্টিক ফিল্মের ক্ষেত্রে রিটার্ন স্বল্প হলেও বেশি। যদিও প্রাথমিক ভাবে এই পরিসংখ্যানের ব্যবধান দেখে তেমন কিছু মনে হবে না। কিন্তু এটি বক্স অফিসের পরিসংখ্যানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যবধান তৈরি করতে পারে। ফলে সেক্ষেত্রে রোম্যান্স ঘরাণার ছবি কিন্তু নিরাপদ বিকল্প হতে পারে। যদিও অ্যাকশন ধারার ছবির ক্ষেত্রে ছিল কম গড় বাজেট। তবে লগ্নির দিক থেকে দেখতে গেলে রোম্যান্টিক ছবির একটু বেশি আয়ও সামগ্রিক ভাবে ভাল রিটার্ন প্রদান করেছে। এই হিসাবে দেখতে গেলে অ্যাবসোলিউট নম্বর এবং প্রফিটেবিলিটির দিক থেকে রোম্যান্টিক ছবিগুলি ভাল ভাবে চলেছে। এদিকে ধর্মা-র থেকে রোম্যান্স ধারার ছবির প্রত্যাশার পারদ এবার যেন আরও একটু চড়ছে। কারণ ২০২৬ সালে পরিচালকের ভূমিকায় আবারও অবতীর্ণ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন করণ জোহর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar: আবারও রোম্যান্সে ফিরতে চাইছেন করণ জোহর, অ্যাকশনের তুলনায় আদৌ কি তাতে বেশি আয় হবে? ব্যাখ্যা দিচ্ছে ধর্মা বক্স অফিস
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement