হোম /খবর /বিনোদন /
নিয়মিত স্বামীর কাছে মার খেতেন অভিনেত্রী দিব্যা ভটনাগর! মুখ খুললেন বন্ধু দেবলীনা

নিয়মিত স্বামীর কাছে মার খেতেন অভিনেত্রী দিব্যা ভটনাগর! তাঁর মৃত্যুতে মুখ খুললেন বন্ধু দেবলীনা ভট্টাচার্য

File Photo

File Photo

দেবলীনার দাবি- গগন গাবরু (Gagan Gabru) দিব্যার ভালোমানুষির সুযোগ নিয়েছিলেন। ভালোবাসার অভিনয় করে তিনি দিব্যাকে বিয়েতে রাজি করান! দিব্যাও সেই ফাঁদে পা রাখেন, পরিবারের অমতে বিয়ে করেন গগনকে!

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: গত কাল সোমবারই বলিউড (Bollywood) তোলপাড় হয়েছে ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দিব্যা ভটনাগরের (Divya Bhatnagar) মৃত্যুতে। মাত্র ৩৪ বছরে সবাইকে বিদায় জানিয়েছেন দিব্যা, সেটা নিঃসন্দেহেই মর্মান্তিক ব্যাপার। পাশাপাশি, তাঁর মৃত্যুর কারণ যে করোনা (Coronavirus), সেটাও আতঙ্কের আবহ তৈরি করেছে পরিচিত এবং ভক্তদের মধ্যে।

সব মিলিয়ে প্রিয় বন্ধুর এই অকালপ্রয়াণে গত কাল থেকেই ভেঙে পড়েছিলেন ছোটপর্দার আর এক বিখ্যাত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। দিব্যার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই দু'জনের ছবি দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটা পোস্ট করেন দেবলীনা। প্রিয় বন্ধুকে তিনি কতটা চোখে হারাচ্ছেন, তাঁর জীবনে কতটা জায়গা জুড়ে ছিলেন দিব্যা- সব কিছুই সেই পোস্টে অকপটে তুলে ধরেছিলেন দেবলীনা।

আর তার ঠিক পরেই দেশের কাছে বিস্ফোরক হয়ে দেখা দিল দেবলীনার আরেকটি ভিডিও পোস্ট। এই পোস্টের সঙ্গেও জড়িয়ে রয়েছে দিব্যার কথা। তবে এ বার আর দুঃখপ্রকাশ নয়, প্রিয় বন্ধুর জন্য সুবিচারের দাবিতে সরব হয়েছেন দেবলীনা। তাঁর পোস্ট বলছে যে দিব্যা তাঁর স্বামীর কাছে নিয়মিত পারিবারিক হিংসার (Domestic Viloence) শিকার হতেন!

দেবলীনার দাবি- গগন গাবরু (Gagan Gabru) দিব্যার ভালোমানুষির সুযোগ নিয়েছিলেন। ভালোবাসার অভিনয় করে তিনি দিব্যাকে বিয়েতে রাজি করান! দিব্যাও সেই ফাঁদে পা রাখেন, পরিবারের অমতে বিয়ে করেন গগনকে!

এর পরেই ধীরে ধীরে গগনের স্বরূপ প্রকাশ পায়! তিনি নিয়মিত দিব্যাকে মারধর করতেন, তাঁর সব গয়নাও কেড়ে নিয়েছিলেন! স্বামীর এই অত্যাচার দিব্যাকে মানসিক দিক থেকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল, দাবি করেছেন দেবলীনা।

দেবলীনা আরও জানিয়েছেন যে গগনের ক্রিমিনাল রেকর্ডও রয়েছে! সিমলা (Shimla) পুলিশ স্টেশনে গগনের নামে ধর্ষণের (Molestation) অভিযোগ জমা হয়েছিল, ছয় মাস জেলও খাটতে হয়েছিল তাঁকে। এখনও সেই মামলা চললছে, তার নিষ্পত্তি হয়নি!

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত দেবলীনা দাবি তুলেছেন যে অসুস্থতার সময়ে স্ত্রীর পাশে একবারের জন্যেও এসে দাঁড়াননি গগন! প্রাথমিক ভাবে দিব্যার মৃত্যু তাঁকে বিচলিত করে তুললেও এ বার প্রিয় বন্ধুর সঙ্গে ঘটা সব অবিচারের প্রতিশোধ নিতে চান তিনি!

দেবলীনার সাফ বক্তব্য- গগনের চরিত্রের সব অন্ধকার দিক তিনি প্রকাশ্যে আনবেন, ঘটনা এখানেই শেষ হবে না!

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Devoleena Bhattacharjee, Divya Bhatnagar