Dev Subhashree Desu 7 on Anirban Bhattacharya: অনির্বাণের বড়পর্দায় প্রত্যাবর্তনের দায়িত্ব ও ঘোষণা দেবের, শুভশ্রীকে পাশে বসিয়ে লাইভে বড় চমক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Dev Subhashree Desu 7 on Anirban Bhattacharya: পুজোয় দেব-শুভশ্রী জুটি ফিরছে। সেই উত্তেজনা তো আছেই। তাকে ছাপিয়ে গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যের প্রত্যাবর্তন নিয়ে দেবের বক্তব্য। সোমবার ফেসবুক লাইভে দেব-শুভশ্রী 'দেশু ৭' ছবির জন্য এসে সেই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকবেন বলে ঘোষণা করেছেন।
কলকাতা: দীর্ঘদিন বড়পর্দায় দেখা যাচ্ছে না অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। ফেডারেশনের সঙ্গে অশান্তির জেরেই নাকি অনির্বাণ কাজ পাচ্ছেন না বলে দাবি টলিউডের একাংশের। তবে শীঘ্রই পর্দায় প্রত্যাবর্তন ঘটবে অনির্বাণের। আর সেই দায়িত্ব ও ঘোষণা দুই-ই করেছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। পাশে সঙ্গী ছিলেন শুভশ্রী।
পুজোয় দেব-শুভশ্রী জুটি ফিরছে। সেই উত্তেজনা তো আছেই। তাকে ছাপিয়ে গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যের প্রত্যাবর্তন নিয়ে দেবের বক্তব্য। সেই বক্তব্য গলা মিলিয়েছিলেন পরিচালক তথা শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীও। সোমবার ফেসবুক লাইভে দেব-শুভশ্রী ‘দেশু ৭’ ছবির জন্য এসে সেই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকবেন বলে ঘোষণা করেছেন।
advertisement
‘দেশু’র আগামী ছবিতে অন্যতম খলনায়ক চরিত্রে যে টালিগঞ্জের ফেডারেশনের খাতায় অলিখিত ভাবে ‘নিষিদ্ধ’ অভিনেতা অনির্বাণকে দেখা যাবে বলে পূর্বাভাস মিলেছে। দেব আগেই নিজের বক্তব্য জানানোর পর একে একে প্রসেনজিৎ, পরিচালক রাজ চক্রবর্তী ফেডারেশন বনাম অনির্বাণ দ্বন্দ্বে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। তারপরে শনি এবং রবিবার কেটেছে। রবিবার ঘোষণা করা হয়েছে, সোমবার দেব-শুভশ্রী ‘লাইভ’ করেন। সেখানেই হয়েছে এই বিশেষ ঘোষণা।
advertisement
আরও পড়ুন: ‘আমার শুধু শয্যাসঙ্গী হিসেবেই একজন পুরুষ চাই’, টাবুর ‘মন্তব্য’ ঘিরে বিতর্ক শুরু হতেই আসল ঘটনা এল সামনে!
লাইভে খানিকটা নাটকীয় ভাবেই অনির্বাণের প্রসঙ্গ উঠে আসে। শুভশ্রী দেবকে প্রশ্ন করেন, ”আচ্ছা, আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে?” শুনেই হেসে ফেলেন দেব। শুভশ্রী আরও সরলমতি হয়ে প্রশ্ন করেন, ”আচ্ছা, ওকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না?” এ বার দেব অট্টহাস্য জুড়ে দেন এবং বলেন, ”এতটাও ইনোসেন্ট না তুমি। একটু বেশি ইনোসেন্স হয়ে যাচ্ছে।”
advertisement
আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারের স্টপেজ পেল জলপাইগুড়ি, কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন? যাত্রীরা জানুন
অতঃপর দেব বলেন, ”আমি জানি না, অনির্বাণকে নিয়ে কী ঝামেলা বা কেন। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে একটা নিউজ দেখি। তখনও পর্যন্ত আমি জানিনি। তারপর থেকে ভাবতে শুরু করলাম। আমি এচুটু জানি যে, ফেডারেশনের সঙ্গে একটা মনোমালিন্য চলছে।” বিগত বেশ কয়েক মাস ধরে অভিনেতার নতুন কোনও কাজের কথাও শোনা যায়নি। টালিগঞ্জে কাজ পাচ্ছেন না বলে অনির্বাণ নিজের গানের দল খুলেছেন। এই পরিস্থিতিতেই দেবের অনির্বাণকে রেখে ছবি করার ঘোষণা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 7:33 PM IST










