Dev as Byomkesh || Bengali Movie: রবীন্দ্রজয়ন্তীতে দারুণ উপহার দেবের! প্রকাশ্যে ব্যোমকেশের অজিত ও ছবি মুক্তির দিন

Last Updated:

বাঙালির প্রিয় গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রে দেখা যাবে তাঁকে। নববর্ষে ব্যোমকেশ রূপে সামনে এসেছিলেন তিনি। প্রকাশ্যে এসেছিল 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-এর পোস্টার। এবার প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন ও পর্দার অজিত।

দেব
দেব
কলকাতা: ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পার। অভিনয় জগতে ‘সাবালক’ হতে চললেন দেব। সেই উপলক্ষে দর্শকের জন্য বরাদ্দ উপহার। বছরের শুরুতেই অভিনেতা জানিয়েছিলেন, বাঙালির প্রিয় গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রে দেখা যাবে তাঁকে। নববর্ষে ব্যোমকেশ রূপে সামনে এসেছিলেন তিনি। প্রকাশ্যে এসেছিল ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এর পোস্টার। এবার প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন ও পর্দার অজিত।
পর্দায় নিজেকে নিয়ে আগেও পরীক্ষানীরিক্ষা করেছেন দেব। এ বারও হাঁটলেন সেই পথেই। চোখে চশমা, পরনে কোট, এক হাতে টর্চ, অন্য হাতে সাপ। আরও একবার ছক ভেঙে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন দেব। অতীতে ‘চাঁদের পাহাড়’, ‘গোলন্দাজ’-এর মতো ছবিতে নিজের লুক নিয়ে কাটাছেঁড়া করেছেন অভিনেতা।
advertisement
advertisement
আবির, যিশু, অনির্বাণের পর এ বার টলিউডে ‘ব্যোমকেশ’ হওয়ার দৌড়ে শামিল হলেন তিনিও। তবে তিনি ব্যোমকেশ হবেন এই খবর সামনে আসতেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল ট্রোল। বহু মানুষের কটূক্তির শিকার হতে হয়েছিল তাঁকে। তবে চিরাচরিত ভাবে সেসব কথায় কান না দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্তছিলেন অভিনেতা।
advertisement
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’-এর প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির গল্প। শোনা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করতে পারেন। তবে বীরসা দাশগুপ্তের পরিচালনায় পর্দায় ব্যোমকেশ হিসেবে হাতেখড়ি হবে তাঁর। চলতি বছরের পুজোতে মুক্তি কথা ছিল এই ছবির। তবে আজ সব জল্পনায় ইতি টেনে দেব স্যোশাল মিডিয়ায় প্রকাশ করলেন ছবি মুক্তির দিন। তিনি জানিয়েছেন চলতি বছরের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
advertisement
ব্যোমকেশ বেশে দেব ও  সঙ্গে পর্দার অজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন ‘শুভ রবীন্দ্র জয়ন্তী। এখানে আপনাদের প্রিয় অজিত ও ব্যোমকেশকে এক ঝলক দেখে নিন। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে আশা করছি সকলের সঙ্গে ১১ আগস্ট, ২০২৩-এ প্রেক্ষাগৃহে দেখা হবে।’ এই ছবিতে ব্যোমকেশ হিসেবে দেবের পাশাপাশি অজিতের ভূমিকায় অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যকে দেখা যাচ্ছে। এতদিন কে অজিত হবেন সে নিয়েও যথেষ্ঠ ধোঁয়াশা ছিল। জল্পনায় কাটিয়ে রবীন্দ্রজন্তীতে অনুরাগীদের দারুণ উপহার দিলেন দেব।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev as Byomkesh || Bengali Movie: রবীন্দ্রজয়ন্তীতে দারুণ উপহার দেবের! প্রকাশ্যে ব্যোমকেশের অজিত ও ছবি মুক্তির দিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement