১১ মে কেমন হবে রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান? কেমন সাজেই বা দেখা যাবে তাঁদের?
Last Updated:
১১ মে কেমন হবে রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান? কেমন সাজেই বা দেখা যাবে তাঁদের?
#কলকাতা: চুপচাপ, চুপিসারে! কাকপক্ষীও যাতে টের না পারে! চূড়ান্ত গোপনীয়তার বেড়াটোপে ৬ মার্চ এনগেজমেন্ট আর রেজিস্ট্রি সেরেছিলেন টলিউডের দুই 'হেভিওয়েট লাভবার্ডস'! রাজ চক্রবর্তী আর শুভশ্রী। ঘরোয়া এনগেজমেন্ট পার্টিতে হাজির ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির খুব কাছের কিছু বন্ধু বান্ধব। তাতে টলিউড-এর অনেকেই ঠোঁট ফুলিয়েছিলেন! এমন একটা খুশির দিনে তাঁদের ভুলে গেলেন রাজ, শুভশ্রী? কিন্তু আফসোসের আর কোনও কারণ নেই! ১১ মে ঘটা করে সামাজিক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন দম্পতি। নিমন্ত্রিতের তালিকায় কে আছেন আর কে নেই!
advertisement
বিলাসবহুল অনুষ্ঠানটি হবে বাওয়ালি রাজবাড়িতে। ১১ তারিখ প্রথা মেনে বিয়ে। কিন্তু তার আগে হবে সঙ্গীত,মেহেন্দি ও ককটেল পার্টি। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেল, ১১ তারিখ টুকটুকে লাল ট্র্যাডিশনাল লুক-এর বেনারসি পরবেন নায়িকা। ডিজাইন করছেন সব্যসাচী মুখোপাধ্যায়। গয়না ডিজাইন করছেন ব্রিন্দা সরকার। সোনার প্রতিটি গয়নাই হবে সাবেকী ধাঁচের। মেক-আক করবেন সায়ন্তন ও হেয়ার স্টাইলিস্ট আশীষ। বাঙালি ঐতিহ্য মাথায় রেখে চন্দনও পরবেন রাজের 'শুভ'। এদিন রাজকেও দেখা যাবে এক্কেবারে ট্র্যাডিশনাল অবতারে, ধুতি পাঞ্জাবীতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2018 12:36 PM IST