#কলকাতা: শ্রুতি দাস (Shruti Das)। টলিউডের বাংলা সিরিয়াল জগতের চেনা মুখ। 'ত্রিনয়নী' ধারাবাহিক দিয়েই টলিউডে পা রাখেন এই মেয়ে। প্রথম ধারাবাহিকেই বুঝিয়েছেন নিজের অভিনয় দক্ষতা। তারপর একের পর ভাল কাজ এসেছে শ্রুতির হাতে। আপাতত তিনি 'দেশের মাটি' (Desher mati) ধারাবাহিকের মুখ্য চরিত্র নোয়া।
'দেশের মাটি' (Desher Mati) ধারাবাহিকে কিয়ান-নোয়া দর্শকের প্রিয় চরিত্র। কিয়ান, নোয়া ছাড়াও এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাহুল ও রুকমা। রাজা-মাম্পি (Raja mampi) তাঁদের চরিত্রের নাম। রাজা-মাম্পির নানা গল্প জানতেও মানুষের আগ্রহ রয়েছে। তবে নোয়ার চরিত্র এই ধারাবাহিকে সকলের থেকে আলাদা। দক্ষতার সঙ্গে নোয়া হয়ে উঠেছেন শ্রুতি দাস।
View this post on Instagram
শ্রুতি (Shruti Das)সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। কয়েক দিন আগেই ২৫ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। শ্রুতিকে সব সময় ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁর কাছের মানুষ স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে। পেশায় পরিচালক স্বর্ণেন্দু। শ্যুটিং করতে করতে একে অপরের মনের কথা শুনতে পান এই জুটি।
View this post on Instagram
তবে শ্রুতি (Shruti Das) মাঝে মধ্যেই নানা মজার রিল ভিডিও শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রামে। যা মুহূর্তে হয় ভাইরাল। এবার তিনি টিপ টিপ বরষা পানি গানে একটি ভিডিও বানিয়েছেন যা তুমুল জনপ্রিয় হয়েছে।
View this post on Instagram
এখানেই শেষ নয়। কাটোয়ার মেয়ে শ্রুতি(Shruti Das) । তাঁর ভালবাসার গল্পে প্রথমে আপত্তি ছিল তাঁর মায়ের। যদিও সে সব এখন অতীত। আপাতত রিল ভিডিও , শ্যুটিং, বন্ধুর বিয়ে নিয়ে দারুণ আছেন নায়িকা। সম্প্রতি শ্রুতি দেবানন্দ, জিনত আমন অভিনীত ছবি 'হীরা পান্না' ছবির গানের একটি ভিডিও বানিয়েছেন। সেখানে খোলা চুলে, শাড়ি পরে আছেন শ্রুতি।
আরও পড়ুন: ছবিতে ঢালা হচ্ছে বালতি বালতি দুধ! ভিডিও দেখে রেগে আগুন সলমন খান
এই ভিডিওটি (Viral video) তিনি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। ইনস্টাগ্রামে এমন বহু ভিডিও রয়েছে শ্রুতির। শ্যুটিং ফ্লোর থেকেও মাঝে মধ্যে এমন মজার মজার ভিডিও বানিয়ে ফেলেন তিনি। ছটফটে মিষ্টি স্বভাবের শ্রুতি অনায়াসে জয় করে নেন সকলের মন। যেভাবে শ্রুতির অভিনীত প্রতিটি চরিত্রই পৌঁছে গিয়েছে দর্শকের মনের ঘরে। টিআরপি লড়াইয়েও তো খুব একটা পিছনে নেই 'দেশের মাটি'।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Desher Mati, Shruti das, Viral Video