স্বামীদের শাসন করুন ! নোটিস পেলেন তারকাদের বউ
Last Updated:
সোজা হাতে ঘি উঠছিল না, তাই দিল্লি সরকার আঙুল করলেন বাঁকা ! সোজা বলিউড হিরোদের বউদের কাছে পাঠালেন নোটিস ৷ দিল্লি সরকার নোটিসে লিখে দিলেন, ‘আপনাদের স্বামীদের অনেক বলেছি ৷ এবার আপনাদের বলছি ৷
#মুম্বই: সোজা হাতে ঘি উঠছিল না, তাই দিল্লি সরকার আঙুল করলেন বাঁকা ! সোজা বলিউড হিরোদের বউদের কাছে পাঠালেন নোটিস ৷ দিল্লি সরকার নোটিসে লিখে দিলেন, ‘আপনাদের স্বামীদের অনেক বলেছি ৷ এবার আপনাদের বলছি ৷ স্বামীদের বারণ করুন, গুটখার বিজ্ঞাপন না করতে ৷ গুটখা খেলে ক্যানসার হয় ৷ এরকম বিজ্ঞাপনে দেশবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷’ তা কারা পেলেন এই নোটিস ? তালিকায় রয়েছেন শাহরুখ খানের বউ গৌরি খান, গোবিন্দার বউ সুনীতা, অজয় দেবগণের বউ কাজল, আরবাজ খানের বউ মালাইকা অরোরা !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2016 3:32 PM IST