Home /News /entertainment /
অতীত ভুলে এবার বিয়ের পিঁড়িতে দীপিকার প্রাক্তন

অতীত ভুলে এবার বিয়ের পিঁড়িতে দীপিকার প্রাক্তন

photo: collected

photo: collected

 • Share this:

  #মুম্বই: রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় ডিপ্রেশনে ভুগেছেন দীপিকা৷ অবশেষে সব অতীত পিছনে ফেলে, সব ব্যর্থ সম্পর্কের স্মৃতি পেরিয়ে রণবীর সিং-এর সঙ্গে ঘর বেঁধেছেন দীপিকা৷ আর তারপরই এবার জীবনে থিতু হওয়ার সিদ্ধান্ত নিলেন দীপিকার প্রাক্তনও৷

  মুম্বইতে আসার পর এই বয়ফ্রেন্ডের বাড়িতেই থাকতেন দীপিকা৷ কিন্তু মডেলিংয়ে দ্রুত সাফল্য পেতে থাকেন দীপিকা৷ বলিউডে পা রেখে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া প্রেমিকার সঙ্গে তাক রাখতে না পারেননি তিনি৷ বহু বছর লড়াইয়ের পর অবশেষে তার জীবনেও সাফল্য এল মণিকর্ণিকা ছবির হাত ধরে৷

  নীহার পাণ্ড্য ও নীতি মোহন৷ নীহার পাণ্ড্য ও নীতি মোহন৷

  হ্যাঁ, নীহার পাণ্ড্যর কথাই বলা হচ্ছে৷ এবছর ভ্যালেন্টাইনস ডে-তেই প্রেমিকা গায়িকা নীতি মোহনকে বিয়ে করতে চলেছেন নীহার পাণ্ড্য৷ কপিল শর্মার শো-তে নীহার জানান কীভাবে গোয়াতে গায়িকা নীতিকে প্রপোজ করেছিলেন তিনি৷

  কোরিওগ্রাফার শক্তি ও মুক্তি মোহনের বোন নীতি পরিচিতি পান জব তক হ্যায় জান-এর জিয়া রে গান দিয়ে৷ সোনু কি টিটু কি সুইটি-র কউন নাচদি গান-এর পর শিরোনামে আসেন নীতি৷

  First published:

  Tags: Bollywood Wedding, Celebrity Wedding, Deepika padukone

  পরবর্তী খবর