২০২১ সালের দীপাবলিতে মুক্তি পাবে মহাভারত, দ্রৌপদী চরিত্রে দীপিকা
Last Updated:
তাঁর জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ
#মুম্বই: দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম একটি বড় নাম ৷ তিনি বিভিন্ন ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন বারেবারে ৷ রানি থেকে রাজকুমারী চরিত্রে অভিনয় করতে সবাই দেখেছেন ৷ তবে এবার তাঁর অবিনয় জীবনের সব থেকে কঠিন চিত্রে অভিনয় করতে চলেছেন তিনি ৷ মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করবেন তিনি ৷
জানা গিয়েছে ছবিটি ২০২১ সালের দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি ৷ এই সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ তরাণ আদর্শের একটি ট্যুইটে জানতে পারা গিয়েছে ৷ পদ্মাবতে অভিনয় করে বিশেষ প্রশংসা পেয়েছিলেন দীপিকা ৷ এরপরেই দ্রৌপদী শোনা যাচ্ছে এই চরিত্রে অভিনয় করার জন্য দীপিকা বেশ মুখিয়ে আছেন ৷ তাঁর জীবনের সব থেকে বড় চরিত্র বলেই মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
BIGGG NEWS... Deepika Padukone to enact the part of #Draupadi in #Mahabharat... Deepika has teamed up with Madhu Mantena to produce the film... Will be made in multiple parts, with the first one slated for release in #Diwali2021.
— taran adarsh (@taran_adarsh) October 25, 2019
advertisement
মু্ম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন তিনি যে কতখানি উৎসুক দ্রৌপদী চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে তা বলে বোঝানোর নয় ৷ মাহাভারত দুটি অংশে নির্মিত হবে ৷ এর প্রথম অংশ ২০২১ সাল মুক্তি পাবে মধু মন্তোনা প্রোডাকশন মহাবারতের প্রযোজনা করবে ৷ তবে এই ছবির নির্দেশনার দায়িত্ব কে নেবেন তা এখনও জানা যায়নি ৷
advertisement
এমনটা শোনা যাচ্ছে রাজামৌলি অথবা সঞ্জয় লীলা বনশালী এই ছবির নির্দেশনার দায়িত্ব নেবেন ৷ এখনও পর্যন্ত এই ছবির প্রথম চরিত্র চিত্রণ দীপিকার মাধ্যমে সামনে এসেছে ৷ এখন দেখার বিষয় আর কোন কোন বড় নাম এই ছবির সঙ্গে জুড়বে ৷ এখন দীপিকা তার ছবি ছপাক নিয়ে ব্যস্ত যা জানুয়ারি ২০২০-তে মুক্তি পাবে ৷ রণবীরের সঙ্গে ৮৩-তে অভিনয় করবেন সেখানে দীপিকা কপিলদেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করবেন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2019 12:34 PM IST