দীপিকার জন্য ছবি ছাড়লেন ছোটপর্দার অভিনেতা ভিকি কৌশল !
Last Updated:
দীপিকা বললেন সোজা না ! আর দীপিকার না শোনা মাত্রই সঞ্জয় লীলা বনশালিও ঠিক করে ফেললেন, অভিনেতা ভিকি কৌশলকে কখনই নেওয়া যাবে না তাঁর নতুন ছবি ‘পদ্মবতী’তে !
#মুম্বই: দীপিকা বললেন সোজা না ! আর দীপিকার না শোনা মাত্রই সঞ্জয় লীলা বনশালিও ঠিক করে ফেললেন, অভিনেতা ভিকি কৌশলকে কখনই নেওয়া যাবে না তাঁর নতুন ছবি ‘পদ্মবতী’তে ! আর বনশালির মুখ থেকে একথা শোনার পর আর নাকি এক মিনিটও ভাবেননি ভিকি ৷ ছেড়ে চলে এলেন ‘পদ্মবতী’ !
কিছুদিন ধরেই গুঞ্জনে ছিল বনশালির নতুন ছবি ‘পদ্মবতী’তে দীপিকার স্বামীর চরিত্রে অভিনয় করার জন্য ‘মাসান’ ছবিতে থেকে লাইমলাইটে আসা অভিনেতা ভিকি অডিশন দিচ্ছেন ৷ এমনকী, ভিকির অডিশনে বেশ খুশিও হয়েছিলেন সঞ্জয়লীলা বনশালি ৷ কিন্তু ভিকির কথা জানার পর বেঁকে বসলেন দীপিকা ৷ বনশালিকে সোজা নাকি দীপিকা জানিয়ে দিলেন ছোটপর্দার অভিনেতার সঙ্গে তিনি কাজ করবেন না !
advertisement
পুরো ঘটনায় স্বভাবতই অবাক হয়েছেন ভিকি কৌশল ৷ তবে জানা গিয়েছে, এ ব্যাপারটা নিয়ে তিনিও খুব একটা জলঘোলা করেননি ৷ সোজা বনশালিকে জানিয়ে, ছবিটা ছেড়ে দিয়েছেন তিনি ৷
advertisement
সঞ্জয় বনশালির নতুন ছবি ‘পদ্মবতী’ তৈরি হয়েছে আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মবতীকে নিয়ে ৷ আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং৷ ছবিটির শ্যুটিং শুরুর তারিখ ঠিক না হলেও, সঞ্জয় কিন্তু ইতিমধ্যেই শ্রেয়া ঘোষালকে দিয়ে রেকর্ড করিয়ে ফেলেছেন ‘পদ্মবতী’র গান !
advertisement
‘বাজিরাও মস্তানি’ বক্স অফিসে জবরদস্ত হিট ! উলটো দুকে শাহরুখ খানের ছবি ‘দিলওয়ালে’কে একেবারে কুপোকাত করে বছরের সেরা ছবি হয়ে ওঠে সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ৷ আর সেই সাফল্যকে সঙ্গে নিয়েই ফের পর্দায় বনশালি আনতে চলেছে আরেকটি পিরিয়ড ছবি ‘পদ্মাবতী’ ! আর আপাতত এই ছবি নিয়ে নানা গুঞ্জেন ব্যস্ত বলিউড !
advertisement
বনশালির ‘পদ্মাবতী’তে মূল ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ৷ তবে গুঞ্জনটা রটেছে অন্য একজনকে নিয়েই ৷ অভিনেতার নাম ভিকি কৌশল ৷ ‘মাসান’, ‘রমন রাঘব’ ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তায় এসেছেন তিনি ৷ শোনা গিয়েছে, বনশালির ‘পদ্মাবতী’ ছবিতে তিনিই নাকি হতে চলেছেন দীপিকা পাড়ুকোনের স্বামী !
গুঞ্জনে এসেছে, বেশ কিছুদিন ধরেই বনশালি অডিষন নিচ্ছেন ভিকি-র ৷ আর তা নাকি একেবারে দীপিকার স্বামীর চরিত্রের জন্য ৷ তবে পুরো ব্যাপারটি নিয়ে আপাতত মুখ খুলতে রাজি নন ভিকি ৷ শুধু জানিয়েছেন, ‘এখন এই নিয়ে বলার মতো কিছু নেই !’
advertisement
আপাতত দীপিকা ব্যস্ত, তাঁর হলিউড প্রোজেক্ট ‘ট্রিপল এক্স’ নিয়ে ৷ অন্যদিকে রণবীর ব্যস্ত আদিত্য চোপড়ার ‘বেফিকরি’ ছবি নিয়ে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2016 4:02 PM IST