Deepika Padukone Ranbeer Singh: আর মাত্র কয়েকটা দিন, মা হওয়ার আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দীপিকা, পাশে হাত মুঠোয় ধরে রণবীর, দেখুন ভিডিও
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারকা দম্পতি জানিয়েছিলেন, তাঁরা মা-বাবা হতে চলেছেন। সেই দিনটা প্রায় এসেই গেল
মুম্বই: সেপ্টেম্বর মাসেই দীপিকা-রণবীরের জীবনে আসবে নতুন সদস্য। মা হতে চলেছেন ‘পিকু’ অভিনেত্রী। তার আগে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন হবু মা-বাবা। সবুজ মীনাকাজের বেনারসিতে সেজেছেন দীপিকা, পাশেই সাদা খান-স্যুটে, দীপিকার হাত মুঠোয় ধরে রণবীর সিং।
অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। প্রেগন্যান্সির শেষ ত্রৈমাসিকে রয়েছেন অভিনেত্রী। খুব সাবধানী। ধীরে ধীরে পা ফেললেন। মন্দিরে যাওয়ার রাস্তায় হাতজোড় করে প্রণাম করলেন হাজির সাধারণ মানুষজনদের। বোঝাই যাচ্ছে, এখন আর সাজগোজের ‘এনার্জি’ নেই, গলা-হাত খালি, শুধু কানে দুল পরেছেন, চুল চুড়ো করে বাঁধা, মেক-আপের বাহুল্য-ও নেই। রণবীর ডন ৩-র কাজ ফেলে আপাতত মুম্বইতে, স্ত্রীর কাছে, স্ত্রীকে যত্নে আগলে রাখতে।
advertisement
advertisement
advertisement
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারকা দম্পতি জানিয়েছিলেন, তাঁরা মা-বাবা হতে চলেছেন। সেই দিনটা প্রায় এসেই গেল। ঠিক কবে অভিনেত্রীর কোলে আসছে প্রথম সন্তান? জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর মা হতে চলেছেন দীপিকা, আর সবথেকে বড় চমক হল, সেদিন-ই দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের-ও জন্মদিন।
সূত্রের খবর, দক্ষিণ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকা ভর্তি হবেন। প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। জানা যাচ্ছে, বেশ কিছু দিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন দীপিকা। ২০২৫-এ মার্চ থেকে ফের কাজ শুরু করবেন ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2024 7:52 PM IST