Karan Johar: দীপিকা, আলিয়া নন, করণ জোহরের স্বপ্ন এলেন কোন অভিনেত্রী? পরিচালক নিজেই ফাঁস করলেন

Last Updated:

Karan Johar: দীপিকা পাডুকোন, আলিয়া ভাট নন, করণ জোহরের স্বপ্ন দেখা দিলেন তাঁর ‘টিনা’। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সেই কথাই জানালেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র পরিচালক।

করণ জোহরের স্বপ্ন এলেন কোন অভিনেত্রী?
করণ জোহরের স্বপ্ন এলেন কোন অভিনেত্রী?
কলকাতাঃ দীপিকা পাডুকোন, আলিয়া ভাট নন, করণ জোহরের স্বপ্ন দেখা দিলেন তাঁর ‘টিনা’। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সেই কথাই জানালেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র পরিচালক। একটি সংবাদমাধ‍্যমের অনুষ্ঠানে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে দেওয়া সাক্ষাৎকারে করণ জানান, সম্প্রতি তিনি স্বপ্নে তাঁর ‘টিনা’ অর্থাৎ রানি মুখোপাধ‍্যায়কে দেখেছেন।
সেই সাক্ষা‍ৎকারে করণ তাঁর বলিউডে আসা, ভবিষ‍্যতের স্বপ্নের কথা এবং আরও অনেক জিনিস সকলের সঙ্গে ভাগ করে নেন। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী অনন্যা পাণ্ডে তাঁর সঙ্গে র‍্যাপিড ফায়ার খেলেন। সেখানে অভিনেত্রী পরিচালককে প্রশ্ন করেন যে, তিনি বর্তমানে ড্রিমগার্ল ২-র প্রচার করছেন, তাই জানতে চান, পরিচালক শেষ কোন মহিলার স্বপ্ন দেখেছেন। উত্তরে করণ জোহর বলেন, মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর সঙ্গে রানি মুখোপাধ‍্যায়ের দেখা হয়। তারপরেই তিনি অভিনেত্রীকে স্বপ্নে দেখেন।
advertisement
advertisement
করণ স্বপ্নে দেখেন, একটি পাহাড়ের উপর তিনি হলুদ সোয়েটার আর রানি একটি শাড়ি পরে বসে তাঁদের পুরনো দিনের স্মৃতি রোমন্থন করছিলেন। করণ জোহারের ‘কাভি আলবিদা না কেহনা’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’র মতো সফল ছবিতে কাজ করেন রানি। তাঁদের বন্ধুত্ব অনেক দিনের। রানিকে শেষ ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে দেখা গিয়েছিল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar: দীপিকা, আলিয়া নন, করণ জোহরের স্বপ্ন এলেন কোন অভিনেত্রী? পরিচালক নিজেই ফাঁস করলেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement