Karan Johar: দীপিকা, আলিয়া নন, করণ জোহরের স্বপ্ন এলেন কোন অভিনেত্রী? পরিচালক নিজেই ফাঁস করলেন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Karan Johar: দীপিকা পাডুকোন, আলিয়া ভাট নন, করণ জোহরের স্বপ্ন দেখা দিলেন তাঁর ‘টিনা’। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সেই কথাই জানালেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র পরিচালক।
কলকাতাঃ দীপিকা পাডুকোন, আলিয়া ভাট নন, করণ জোহরের স্বপ্ন দেখা দিলেন তাঁর ‘টিনা’। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সেই কথাই জানালেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র পরিচালক। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে দেওয়া সাক্ষাৎকারে করণ জানান, সম্প্রতি তিনি স্বপ্নে তাঁর ‘টিনা’ অর্থাৎ রানি মুখোপাধ্যায়কে দেখেছেন।
সেই সাক্ষাৎকারে করণ তাঁর বলিউডে আসা, ভবিষ্যতের স্বপ্নের কথা এবং আরও অনেক জিনিস সকলের সঙ্গে ভাগ করে নেন। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী অনন্যা পাণ্ডে তাঁর সঙ্গে র্যাপিড ফায়ার খেলেন। সেখানে অভিনেত্রী পরিচালককে প্রশ্ন করেন যে, তিনি বর্তমানে ড্রিমগার্ল ২-র প্রচার করছেন, তাই জানতে চান, পরিচালক শেষ কোন মহিলার স্বপ্ন দেখেছেন। উত্তরে করণ জোহর বলেন, মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর সঙ্গে রানি মুখোপাধ্যায়ের দেখা হয়। তারপরেই তিনি অভিনেত্রীকে স্বপ্নে দেখেন।
advertisement
advertisement
করণ স্বপ্নে দেখেন, একটি পাহাড়ের উপর তিনি হলুদ সোয়েটার আর রানি একটি শাড়ি পরে বসে তাঁদের পুরনো দিনের স্মৃতি রোমন্থন করছিলেন। করণ জোহারের ‘কাভি আলবিদা না কেহনা’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’র মতো সফল ছবিতে কাজ করেন রানি। তাঁদের বন্ধুত্ব অনেক দিনের। রানিকে শেষ ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে দেখা গিয়েছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 2:33 PM IST