Decoupled | Netflix: সোজা আঙুলেও ঘি তোলা যায়! "ডিকাপলড' মাধবনে মাত! বিয়ে থেকে সমাজকে অন্য ছকে দেখতে শেখায় এই সিরিজ

Last Updated:

Decoupled | Netflix: সহজ করে ভাবতে শেখায় 'ডিকাপলড'! বিয়ে ভাঙার সেলিব্রেশন কেন নয়! সব সময় সম্পর্ক তিক্ততা শেষ কেন হবে? সোজা ভাষায় অন্য ছকের গল্প বলে এই সিরিজ...

#মুম্বই:  নেটফ্লিক্সের গল্প সিলেকশনের মিটিং চলছে। মিটিংয়ে বসে আছেন মাধবন ও তাঁর সহকর্মীরা (Decoupled)। বিলাসবহুল হোটেলের পার্কে চলছে মিটিং। হঠাৎ সেখানে হাজির ওয়েটার। স্যর খাবারটা ঠিক আছে? সকলে বললেন হ্যাঁ ভাই ঠিক আছে। বলেই ফের মাধবন স্ক্রিপ্ট বোঝাতে শুরু করলেন, ফের হাজির ওয়েটার! স্যর আর কিছু লাগবে? ব্যস যাবে কোথায় রেগে আগুন মাধবন। অবাক হয়ে ওয়েটারকে দেখতে থাকেন তিনি। আসলে যখন কেউ কোনও আলোচনায় থাকে, তখন মাঝপথে কেউ কথা বললে খেই হারিয়ে যেতে বাধ্য। এই ধরণের সমস্যায় আমরা অনেকেই পড়ি। কিন্তু মুখের ওপর যা-তা বলতে ইচ্ছে করলেও, পারি ক'জন!
মাধবন কিন্তু পেরেছেন 'ডিকাপলড'(Decoupled) সিরিজে। বেজায় বিরক্তিকর একটা লোক। যখন তখন যা কিছু করে ফেলতে বা বলতে পারেন তিনি। এই যেমন এয়ারপোর্টের সিকিউরিটি চেকের সময় অনায়াসে কিছু বেফাস কথা বলতে পারেন দায়িত্বে থাকা অফিসারকে। এবং তার জন্য ফ্লাইটে ওঠা বন্ধ হয়ে গেলেও, নো টেনশন। বউকে বলতে পারেন, চলো ডিনারে যাই। সেখানে গিয়েও আবার ঘটিয়ে ফেলেন আর এক কাণ্ড। বিমান বন্দরে এয়ারহোস্টেজের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন প্রেমে! প্রেয়ার রুমে ঢুকে ব্যায়াম করতে করতে হঠাৎ মন্ত্র পড়তে পারেন।
advertisement
এমন তাল কাটা মানুষ আমাদের আশে-পাশে দেখতে পাওয়া যায় না, এমন নয়। কিন্তু ভদ্রতার মুখোশ খুলে কেউ নিজের আসল রূপ সামনে আনতে চান না। আর ঠিক এই জায়গাতেই একেবারে অন্যরকম মাধবনের চরিত্রের বুনন(Decoupled)।
advertisement
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধবন ও সুরভিন চাওলা অভিনীত সিরিজ 'ডিকাপলড'(Decoupled)। এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই নানা মন্তব্য শুরু হয়েছে। পছন্দ এবং অপছন্দ মিলিয়ে এই সিরিজ নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু খতিয়ে দেখলে বোঝা যায় 'ডিকাপলড'-এ কিন্তু ভাল লাগার বিষয়টাই বেশি।
advertisement
১২-১৪ বছর সংসার করার পর বেশিরভাগ স্বামী-স্ত্রীর সম্পর্কের প্রেমের আগুনটা কমে যায়। কিন্তু সমাজের ভয়ে আমরা এখনও তা মেনে নিই না। হ্যাপি কাপলের নাটক সারা জীবন করে যেতে হয় অনেককে। কিন্তু খুব সহজেই বিয়ে ভেঙে বন্ধু হয়ে সন্তানের দায়িত্ব কেন নিতে পারবেন না, দু'জন প্রাপ্ত বয়স্ক মানুষ। মাধবন ও সুরভিন ভালবেসে বিয়ে করেন। কিন্তু সময়ের সঙ্গে তিক্ততা আসে এই সম্পর্কে। হ্যাঁ রোজকার ঝগরা হয় তো নেই। তবে দূরত্ব একটা আছেই। সেই দূরত্ব থেকেই বিয়ে ভাঙা। আর সম্পর্ক খারাপ না করে কী ভাবে বিবাহ বিচ্ছেদকে মধুর করে তোলা যায়, সে কথাই বলে 'ডিকাপলড"(Decoupled)!
advertisement
মনু জোশেফের স্ক্রিপ্ট যথেষ্ট মজাদার। হার্দিক মেহতার পরিচালনায় বেশ জমেছে এই সিরিজ। না, একেবারে রাতারাতি বদলে দেওয়া টাইপ উত্তেজনা নেই এই সিরিজে(Decoupled)। জীবনেও কিন্তু হুট করে কিছু বদলে যায় না। সব কিছুই সময় নিয়ে বদলায়। এখানেও তাই। কঠিন বিষয়কে কমেডির ছলে তুলে ধরেছেন পরিচালক। ভাঙা বিয়ের সম্পর্কের থেকে বন্ধুত্ব অনেক বেশি মধুর। তাই নয় কি! এই সিরিজ কিন্তু সাবলীল। কিছু কিছু জায়গায় বেশ পরিণতও। যেমন মাধবনের স্ত্রী সুরভিন অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ট হতে গিয়েও পারছেন না। কোথাও গিয়ে আটকে যাচ্ছেন তিনি। ওদিকে এক অবস্থা মাধবনেরও। ভেবে দেখলে সাধারণ মানুষের জীবনেও কিন্তু এই ধরণের ঘটনা ঘটে। চট করে চাইলেই যৌনতা একটা বয়স এবং সম্পর্কের পর আসে না।
advertisement
তবে ওই যে বদলে ফেলার ইচ্ছেটা যে অনেক বড়। বদলে ফেলেও ভাল থাকার গল্প বলে 'ডিকাপলড'(Decoupled)। অভিনয় নিয়ে কিছু বলার থাকে না, কারণ এখানে মাধবন আছেন। বাকিরাও বেশ ভাল। সুরভিনের বাবা-মায়ের জীবনের যৌনতা, সম্পর্কের টানা পোড়েন মাত্র কয়েকটি সংলাপে ফুটে উঠেছে দারুণভাবে। সকলে মনে মনে ভাবলেও কাজে পিছিয়ে যানল সেখানেই সফল 'ডিকাপলড'। লেখক চেতন ভগতকে খুব সতর্কভাবে ব্যবহার করেছেন পরিচালক। যা খুবই মজার। মীরও দারুণ অভিনয় করেছেন।  তবে এই সিরিজ দেখার পর বিয়ে ভাঙতে ইচ্ছে হোক বা না হোক, মাধবনের মতো সোজা সাপটা হতে ইচ্ছে করবেই। না জেন্ডার বিশেষে নয়, ওই রকম হতে ছেলে-মেয়ে সকলেই একবার না একবার চাইতে বাধ্য। কারণ আমাদের মনের ভিতরে কিন্তু এমন একটা বেপরোয়া সত্ত্বা সম সময় ঘুমিয়ে থাকে। তাই কিছু না ভেবে চটপট 'ডিকাপলড' দেখুন আর জীবনকে উপভোগ করুন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Decoupled | Netflix: সোজা আঙুলেও ঘি তোলা যায়! "ডিকাপলড' মাধবনে মাত! বিয়ে থেকে সমাজকে অন্য ছকে দেখতে শেখায় এই সিরিজ
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement