Isolation Film: করোনা থেকে বাঁচতে আইসোলেশনেই অস্থিরতা, প্রাণ যায় যায় অবস্থা ব্যক্তির

Last Updated:

করোনা থেকে বাঁচতে আইসোলেশনেই অস্থিরতা, প্রাণ যায় যায় অবস্থা ব্যক্তির

#কলকাতা:  করোনায় উল্টে পাল্টে গিয়েছে সারা বিশ্ব৷ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এই মারণ রোগের হাত থেকে বাঁচতে গৃহবন্দিই সেরা উপায়৷ বলছেন চিকিৎসকরা৷ সঙ্গে নিয়মিত মাস্ক পরা এবং ভ্যাকসিনের ডোজও নিতে হবে৷ এতদিনে এই নিয়মগুলি জেনে গিয়েছেন সকলে৷ তবে গৃহবন্দি দশায় অনেকের মধ্যে বেড়েছে অস্থিরতা৷ দিনের পর দিন একা থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বহু মানুষ৷ নিয়মিত তাদের নিতে হচ্ছে মনোবিদের সাহায্য৷ এবার এই বিষয়বস্তুকে পাথেয় করে ছবি তৈরি করলেন পরিচালক সন্দীপ সাথি৷ এটাই তাঁর প্রথম ছবি৷
নিজের ফ্ল্যাটে একাই থাকে সরব৷ হঠাৎ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে তিনি আরও একা হয়ে পড়েন৷ নিয়মিত সংবাদ মাধ্যমের খবরে তিনি জানতে পারেন চারিপাশে মৃত্যুর কথা৷ এতে আরও ভয় বাড়ে তার৷ একেবারে একা এই ব্যক্তি, কারও সঙ্গে ভাগও করে নিতে পারেন না নিজের ভয়৷ ফলে বাড়তে থাকে নিজের উপর চাপ৷ তৈরি হয় অস্থির পরিস্থিতি৷ দিনের পর দিন গৃহবন্দি দশায় এই হাল আরও খারাপ হতে থাকে৷ সব সময় তিনি চিন্তা করতে থাকেন যে কীভাবে নিজেকে সুস্থ রাখবেন৷ আর এই ভাবনায় আরও যেন ভয় বাড়তে থাকে৷ নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদেই যেন ধীরে ধীরে এগিয়ে চলে মৃত্যুর দিকে৷ মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়েন সরব৷ চারিদিক যেন আরও জঘন্য হয়ে ওঠে তার কাছে৷ সঙ্গে বাড়তে থাকে সন্দেহ বাতিকও৷ সব কিছুতেই ভয় গ্রাস করে তার মন৷
advertisement
advertisement
সব রকমভাবে সুরক্ষিত থাকার ব্যবস্থা নেয় সে৷ মেনে চলে সব বিধিনিষেধ৷ কিন্তু তাতেও কী শেষরক্ষা হয়? বাঁচতে পারে সব রকম সমস্যা থেকে? এর উত্তর মিলবে আইসোলেশন ছবিতে৷
মূলত এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছে সন্দীপ৷ ৪০টির বেশি ফিচার ফিল্মের অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ এবার সরাসরি ছবি পরিচালনার কাজে হাত দিয়েছেন তিনি৷ এটি সন্দীপের প্রথম পরিচালনা৷ তবে এর আগে বহু ছবিতে কাজ করেছেন তিনি৷ ফলে অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট৷ ক্যামেরার পিছনে থেকে কাজ করতে পছন্দ করেন তিনি৷ এবার প্রথম গল্প, চিত্রনাট্যে হাত পাকিয়েছেন৷ করোনার ছাপ যে তার উপরও পড়েছে, সেটার প্রমাণ এই ছবি৷ করোনা রোগে মানুষের উৎকন্ঠা থেকে শুরু করে ঘরে বন্দি থেকে মানসিক ভাবে বিপর্যস্ত হওয়ার কথাও নাড়িয়ে দিয়েছে তাঁকে৷ ফলে এমন বিষয়বস্তু তিনি বেছে নেন নিজের প্রছম ছবির জন্য৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Isolation Film: করোনা থেকে বাঁচতে আইসোলেশনেই অস্থিরতা, প্রাণ যায় যায় অবস্থা ব্যক্তির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement