Isolation Film: করোনা থেকে বাঁচতে আইসোলেশনেই অস্থিরতা, প্রাণ যায় যায় অবস্থা ব্যক্তির
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
করোনা থেকে বাঁচতে আইসোলেশনেই অস্থিরতা, প্রাণ যায় যায় অবস্থা ব্যক্তির
#কলকাতা: করোনায় উল্টে পাল্টে গিয়েছে সারা বিশ্ব৷ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এই মারণ রোগের হাত থেকে বাঁচতে গৃহবন্দিই সেরা উপায়৷ বলছেন চিকিৎসকরা৷ সঙ্গে নিয়মিত মাস্ক পরা এবং ভ্যাকসিনের ডোজও নিতে হবে৷ এতদিনে এই নিয়মগুলি জেনে গিয়েছেন সকলে৷ তবে গৃহবন্দি দশায় অনেকের মধ্যে বেড়েছে অস্থিরতা৷ দিনের পর দিন একা থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বহু মানুষ৷ নিয়মিত তাদের নিতে হচ্ছে মনোবিদের সাহায্য৷ এবার এই বিষয়বস্তুকে পাথেয় করে ছবি তৈরি করলেন পরিচালক সন্দীপ সাথি৷ এটাই তাঁর প্রথম ছবি৷
নিজের ফ্ল্যাটে একাই থাকে সরব৷ হঠাৎ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে তিনি আরও একা হয়ে পড়েন৷ নিয়মিত সংবাদ মাধ্যমের খবরে তিনি জানতে পারেন চারিপাশে মৃত্যুর কথা৷ এতে আরও ভয় বাড়ে তার৷ একেবারে একা এই ব্যক্তি, কারও সঙ্গে ভাগও করে নিতে পারেন না নিজের ভয়৷ ফলে বাড়তে থাকে নিজের উপর চাপ৷ তৈরি হয় অস্থির পরিস্থিতি৷ দিনের পর দিন গৃহবন্দি দশায় এই হাল আরও খারাপ হতে থাকে৷ সব সময় তিনি চিন্তা করতে থাকেন যে কীভাবে নিজেকে সুস্থ রাখবেন৷ আর এই ভাবনায় আরও যেন ভয় বাড়তে থাকে৷ নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদেই যেন ধীরে ধীরে এগিয়ে চলে মৃত্যুর দিকে৷ মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়েন সরব৷ চারিদিক যেন আরও জঘন্য হয়ে ওঠে তার কাছে৷ সঙ্গে বাড়তে থাকে সন্দেহ বাতিকও৷ সব কিছুতেই ভয় গ্রাস করে তার মন৷
advertisement
advertisement
সব রকমভাবে সুরক্ষিত থাকার ব্যবস্থা নেয় সে৷ মেনে চলে সব বিধিনিষেধ৷ কিন্তু তাতেও কী শেষরক্ষা হয়? বাঁচতে পারে সব রকম সমস্যা থেকে? এর উত্তর মিলবে আইসোলেশন ছবিতে৷
মূলত এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছে সন্দীপ৷ ৪০টির বেশি ফিচার ফিল্মের অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ এবার সরাসরি ছবি পরিচালনার কাজে হাত দিয়েছেন তিনি৷ এটি সন্দীপের প্রথম পরিচালনা৷ তবে এর আগে বহু ছবিতে কাজ করেছেন তিনি৷ ফলে অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট৷ ক্যামেরার পিছনে থেকে কাজ করতে পছন্দ করেন তিনি৷ এবার প্রথম গল্প, চিত্রনাট্যে হাত পাকিয়েছেন৷ করোনার ছাপ যে তার উপরও পড়েছে, সেটার প্রমাণ এই ছবি৷ করোনা রোগে মানুষের উৎকন্ঠা থেকে শুরু করে ঘরে বন্দি থেকে মানসিক ভাবে বিপর্যস্ত হওয়ার কথাও নাড়িয়ে দিয়েছে তাঁকে৷ ফলে এমন বিষয়বস্তু তিনি বেছে নেন নিজের প্রছম ছবির জন্য৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2021 8:52 PM IST