Habu Chandra Raja Gabu Chandra Mantri: ট্রেলারেই বাজিমাত, পুজোয়ে দর্শকদের হলমুখো করতে দেবের কৌশলে দারুণ সাড়া

Last Updated:

এই পুজোতে মুক্তি পেতে চলেছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী (Habu Chandra Raja Gabu Chandra Mantri)

#কলকাতা: এবার পুজোয়ে বাজিমাত করবে রূপকথার গল্প৷ দর্শকদের হলমুখী করতে দেবের বড় চমক৷ নির্ভেজাল শৈশবকে তুলে আনতে চলেছেন তিনি, তবে প্রযোজক হিসেবে! এই পুজোতে মুক্তি পেতে চলেছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী (Habu Chandra Raja Gabu Chandra Mantri)
advertisement
অপেক্ষা শেষ, মুক্তি পেয়েছে হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রীর ট্রেলার৷ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘ঠাকুরদার ঝুলি’র গল্প ‘সরকার মশাইয়ের থলে’ অবলম্বনেই তৈরি হয়েছে ছবিটি। মূখ্য ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বরুণ চন্দ-সহ আরও অনেকে। এই ছবিটি নিয়ে বহু দিনের অপেক্ষা ছিল এবং ট্রেলার সামনে আসতেই সকলের বেশ পছন্দ হয়েছে৷ ছোটেদের গল্পের মোড়কে যে গল্প তুলে ধরা হবে তাতে মূলত থাকছে এক গূঢ় অর্থ৷ ট্রেলার দেখতে দেখতেই মনে পড়ে যাবে সত্যজিত রায়ের হিরক রাজার দেশে ছবিটি৷ এখানে যদিও রাজা নন, মন্ত্রীই ডেকে আনবেন সর্বনাশের ডাক৷
advertisement
বোম্বাগড় রাজ্যের রাজা হবুচন্দ্র৷ যাঁর রাজত্বে কোনও সমস্যা নেই৷ প্রজারা খুবই আনন্দে ও নিশ্চিন্তে থাকেন৷ রাণি কুসুমকলি ও রাজপুত্র প্রবাল কুমারকে নিয়ে সকলে ছিলেন খুবই সুখে৷ এক বৃদ্ধ মন্ত্রী ছিলেন, যিনি অত্যন্ত প্রাজ্ঞ৷ তবে একটাই দুঃখ ছিল রাজার, তাঁর কোনও কন্যা সন্তান ছিল না৷ শেষে যেদিন রাণির কন্যা সন্তান হল, সেদিন যেন ১৬ আনা পূর্ণ হল বোম্বাগড় রাজ্যে৷ আর সেদিন দেখা মিলল এক অদ্ভূত মানুষ, গবুচন্দ্রের৷ তাঁকে রাজ দরবারে ডেকে নিয়ে এলেন রাজা, করা হল নতুন মন্ত্রী৷ সেই মন্ত্রীর হাতে ধীরে ধীরে পাল্টে গেল রাজ্যের হাল৷ সেই গল্পই দেখা যাবে এই ছবিতে৷
advertisement
ছবির আরও দুটি আকর্ষণ থাকবে৷ এক, শোনা যাবে প্রয়াত কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) কণ্ঠ, তিনিই ছবির সূত্রধর৷ দ্বিতীয় কবীর সুমনের (Kabir Suman) গান৷ তিনি এই ছবির সঙ্গীত পরিচালক৷ সব মিলিয়ে প্রথম থেকেই ভাল সাড়া পেয়েছে এই ছবি, এখন বড় পর্দায় মুক্তির অপেক্ষায় এই ছবি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Habu Chandra Raja Gabu Chandra Mantri: ট্রেলারেই বাজিমাত, পুজোয়ে দর্শকদের হলমুখো করতে দেবের কৌশলে দারুণ সাড়া
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement