Debojyoti Mishra: নববর্ষে নয়া চমক! ক্যালেন্ডারে ধরা থাকবে দেবজ্যোতি মিশ্রের আঁকা ছবি
- Reported by:Manash Basak
- Published by:Sanchari Kar
Last Updated:
Debojyoti Mishra: সুর থেরাপির কাজ করে। গানের মধ্যে দিয়ে জীবনের উদযাপন সব সময় ভাল লাগার। তাই একজন সঙ্গীত শিল্পীর আঁকা ছবির মধ্য দিয়ে জীবনের নানা মুহূর্তের গল্প বলা হল এই ক্যালেন্ডারে।
কলকাতা: এ বার বাংলা ক্যালেন্ডারে অঙ্কন শিল্পী দেবজ্যোতি মিশ্র। তিনি একাধারে যন্ত্রী, সুরকার, সঙ্গীত আয়োজক, আবহসঙ্গীত পরিচালক, গায়ক, অন্য দিকে একজন দক্ষ চিত্রশিল্পী। তাঁর তুলির টানে কখনও মূর্ত হয়েছেন সলিল চৌধুরী, কখনও আবার সত্যজিৎ রায়। এ শহর আগে দেখেছে চিত্রশিল্পী দেবজ্যোতি মিশ্রের প্রদর্শনী।
এ বার দেবজ্যোতির আঁকা ছবি বাংলা নববর্ষের ক্যালেন্ডারে প্রকাশ পেতে চলেছে। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন, যারা সারাবছর নানা সচেতনতা মূলক কর্মকান্ডে জড়িত থাকে, আগামী ১৬ এপ্রিল শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে প্রকাশ করতে চলেছে এই বিশেষ ক্যালেন্ডার 'গানের ভিতর দিয়ে'। বিকেল ৫টায়। পয়লা বৈশাখে প্রকাশ পাচ্ছে দেবজ্যোতি মিশ্র সুরারোপিত ছবি 'শেষ পাতা'। ছয় পাতার এই দেওয়াল ক্যালেন্ডারে পাতায়, পাতায় থাকছে দেবজ্যোতি মিশ্রের আঁকা ছবি।
advertisement
advertisement
সঙ্গীতের দুনিয়ায় অবদানের জন্য থাকছে বিশেষ সম্মান। এই উদ্যোগের নেপথ্যে মূল কারিগর সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য। সুর থেরাপির কাজ করে। গানের মধ্যে দিয়ে জীবনের উদযাপন সব সময় ভাল লাগার। তাই একজন সঙ্গীত শিল্পীর আঁকা ছবির মধ্য দিয়ে জীবনের নানা মুহূর্তের গল্প বলা হল এই ক্যালেন্ডারে। পরে অনুষ্ঠিত হবে বৈশাখি সন্ধ্যা। গানে ইন্দ্রানী সেন, শিবাজি চট্টোপাধ্যায়, উপালি চট্টোপাধ্যায়, স্বপন বসু প্রমুখ।
advertisement
রাজবাড়ির আবহে দেবজ্যোতির তুলির টানে সৃষ্টি হওয়া অনবদ্য ক্যানভাস চাক্ষুষ করার প্রতীক্ষায় দর্শকরা। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 09, 2023 8:04 AM IST









