Bibriti-Debleena: নিজের হাতে বিবৃতিকে বিয়ের সাজে সাজিয়ে দিলেন দেবলীনা, সৌজন্যে তথাগত মুখোপাধ্যায়
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
মনোমালিন্য ভুলে প্রাক্তন, বর্তমান সকলে এ বার এক হয়েছেন। কারণ এ বারের বর্ষায় শহরে জলপরী আসবে যে। আর দিন কয়েক বাদেই। আগামী ১১ অগস্ট।
#কলকাতা: আয়নার সামনে দাঁড়িয়ে বিবৃতি চট্টোপাধ্যায়। বিষন্নতা তাঁর মুখে। পিছনে দেবলীনা দত্ত। একগাল হাসি নিয়ে। বিবৃতির গলায় সোনার হার। কানে সোনার দুল। দেবলীনা তাঁদের কাঁধে হাত রেখে বললেন, "এটাই দেব তোকে আমি ভটভটির সঙ্গে বিয়ের সময়ে।"
বাস্তব নয়, পর্দা। 'ভটভটি'। ক্যামেরার পিছনে তথাগত মুখোপাধ্যায়। আর সামনে তাঁর প্রাক্তন স্ত্রী এবং বর্তমান সঙ্গী। যদিও সে কথা নিজের মুখে কোনও দিন স্বীকার করেননি বিবৃতি-তথাগত। কিন্তু টলিপাড়ায় এই গুঞ্জন নিয়ে জলঘোলা চলছে প্রায় এক বছর ধরে।
advertisement
advertisement
কিন্তু সে সব মনোমালিন্য ভুলে প্রাক্তন, বর্তমান সকলে এ বার এক হয়েছেন। কারণ এ বারের বর্ষায় শহরে জলপরী আসবে যে। আর দিন কয়েক বাদেই। আগামী ১১ অগস্ট।
সদ্যই মুক্তি পেয়েছে তথাগত পরিচালিত 'ভটভটি'র ট্রেলার। যেখানে অভিনয় করেছেন ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, তথাগত মুখোপাধ্যায়, প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, দীপঙ্কর দে, লামা হালদার, অমিত সাহা, দেবপ্রসাদ হালদার, পারমিতা মুখোপাধ্যায়, পলাশ চতুর্বেদী, একতা গঙ্গোপাধ্যায় প্রমুখ।
advertisement
জাহাজবস্তি এলাকার বাসিন্দা ভটভটি। বিশেষ ভাবে সক্ষম এক তরুণ। সে জানে জলার তলায় একটা প্রাসাদ আছে। সেখানে জলপরীও আছে। সেই জলপরীকে খুঁজে চলে সে। এক দিন পেয়েও যায়। সে দেখতে পায় জলপরীর শরীর। যার অর্ধেক মানুষের, অর্ধেক মাছের। কিন্তু জাহাজবস্তির অন্যান্য বাসিন্দা তা দেখতে পায় না। এমনই সময়ে জাহাজবস্তির উপর নেমে আসে আক্রমণ। তাদের উৎখাত করতে চায় প্রশাসন। শুরু হয় বিপ্লব। শয়তানের বিরুদ্ধে। সেই জাহাজবস্তিতে এসে পড়েন বিবৃতি থুড়ি ভটভটির জলপরী। সেই বস্তিতেই দেবলীনা এক যৌনকর্মী। ছবির এক দৃশ্যে দেখা যায়, দেবলীনা সাজিয়ে দিচ্ছেন বিবৃতিকে।
advertisement
ইতিমধ্যেই 'ভটভটি'র ট্রেলার নিয়ে ফেসবুক জুড়ে তোলপাড় শুরু হয়েছে। কেবল ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়, ট্রেলারটি দেখে প্রশংসা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এ বার কেবল অপেক্ষা ছবি মুক্তির। ১১ অগস্ট।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2022 1:10 PM IST